বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫
২২ কার্তিক ১৪৩২
মনিরুল হক চৌধুরীকে সমর্থন জানিয়েছেন কুসিকের সাবেক কাউন্সিলররা
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১:২৫ এএম আপডেট: ০৬.১১.২০২৫ ১:৪৮ এএম |




 মনিরুল হক চৌধুরীকে সমর্থন জানিয়েছেন কুসিকের সাবেক কাউন্সিলররাস্টাফ রিপোর্টার: কুমিল্লা -৬ (সদর-সিটি করপোরেশন- সেনানিবাস- সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে সমর্থন জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের বিএনপিপন্থী সাবেক কাউন্সিলররা।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে সমর্থনের কথা জানান তারা। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কুমিল্লা মহানগর ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মাহবুবুর রহমান। 
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। বিগত ৬০ বছর ধরে রাজনীতি করছেন। তিনি একজন ত্যাগী এবং পরীক্ষিত জনবান্ধন নেতা। তাকে মনোনয়ন দিয়ে বিএনপি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মনিরুল হক চৌধুরীর হাত ধরেই কুমিল্লা উন্নয়নে সমৃদ্ধ হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ কুমিল্লার সকল অবকাঠামো উন্নয়ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান। আর এর নেপথ্যে ছিলেন মনিরুল হক চৌধুরী। কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের বিএনপির ১৯জন কাউন্সিলর সবা মনিরুল হক চৌধুরীকে সমর্থন করছি। আমরা তাকে জয়ী করার জন্য সর্বোচ্চ কাজ করে যাবো। 
এসময় কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বিল্লাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল জলিল, ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ, ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলম মজুমদার, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহিবুর রহমান তুহিন, ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মো. কামাল হোসেন, সংরক্ষিত নারী ওয়ার্ডের (৪, ৫,৬) সাবেক কাউন্সিলর কুহিনূর আক্তার কাকলী, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাহমিনা আক্তার লিন্ডা উপস্থিত ছিলেন।    
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আনন্দযাত্রা পরিণত হলো চিরবিদায়ে
কুমিল্লায় ক্ষোভের আগুনে জ্বলছে বিএনপি
কুমিল্লা-১০ আসনে রেলপথ ও মহাসড়ক আটকে বিক্ষোভ
বাংলাদেশ তালীমে হিযবুল্লাহ, বাংলাদেশ ইসলামি যুব কাফেলা ও বাংলাদেশ ইসলামি ছাত্র কাফেলা কুমিল্লা মহানগর শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়
দেবিদ্বারে ভূয়া নির্বাচনে সমিতির কমিটি গঠন: তদন্ত কমিটি গঠন জেলা সমবায় অফিসের
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শিশু মীমকে হত্যার পর জানাজা দাফনেও অংশ নেয় ঘাতক
বিএনপির মনোনয়ন বঞ্চিত হাজী ইয়াছিন সমর্থকদের মশাল মিছিল
বিএনপি নেতা এরশাদ উল্লাহর সঙ্গে গুলিবিদ্ধ সরোয়ার বাবলার মৃত্যু
চট্টগ্রামে বিএনপির প্রার্থী নির্বাচনী জনসংযোগে গুলিবিদ্ধ
রামমালা গ্রন্থাগার ডিজিটালাইজেশন উদ্যোগ নেওয়া হবে: তথ্য উপদেষ্টা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২