কুমিল্লা-৬
আসনের বিএনপি মনোনিত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা মনিরুল হক চৌধুরী গত ৩ নভেম্বর দলের
মনোনয়ন প্রাপ্তির পর তাঁর বাড়িতে প্রথম আগমন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার
বিকালে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী সমর্থক মোটর সাইকেল
শোভাযাত্রা সহকারে তাঁকে কুমিল্লার আলেখারচর থেকে সংবর্ধনা প্রদান করেন।
বিকাল ৫ ঘটিকার সময় তিনি তাঁর নিজ বাড়ি নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের নোয়াগ্রাম
চৌধুরী বাড়িতে এসে পৌঁছে প্রথমে তাঁর বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে
উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্য বক্তব্য
রাখেন। এসময় মহানগর দক্ষিণ, আদর্শ সদর উপজেলা ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা
ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা
জানানো হয়। গতকাল বিকেল ৩টা থেকে দলের হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাতাবাড়িয়া এলাকায় হোটেল আইরিশ হিলের সামনে সমবেত
হয়। তাঁকে সংবর্ধনা প্রদানের লক্ষ্যে।
তিনি সকল ভেদাভেদ ভুলে কুমিল্লার
উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ্য থাকার আহবান জানান। তিনি তাঁকে দলীয়
মনোনয়ন প্রদান করায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী
বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির
স্থায়ী কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় কুমিল্লা দক্ষিণ
জেলা বিএনপির সদস্য ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি
আলহাজ¦ মো. ছিদ্দিকুর রহমান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি
অ্যাডভোকেট মোহাম্মদ আখতার হোসাইন, সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী,
মহানগর দক্ষিণ থানা বিএনপির আহবায়ক মোহাম্মদ হানিফ ও সদস্য সচিব সোহেল
মজুমদার, সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মো. শাহআলম মজুমদার, সাবেক
কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, মো.
হারুনুর রশিদ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান
ইসমাইল মজুমদার, মহানগর কুমিল্লা বাঁচাও মঞ্চের যুগ্ম আহবায়ক ওমর ফারুখ
চৌধুরী সুমন ও সদস্য সচিব নাসির উদ্দিন, কুমিল্লা সদর দক্ষিণ পৌর যুবদলের
প্রতিষ্ঠাতা সভাপতি মিজানুর রহমান আজাদ, কুমিল্লা সদর দক্ষিণ পৌর উন্নয়ন
কমিটির সাবেক সদস্য ও বিশিষ্ট পরিবহণ ব্যবসায়ী মো. মামুনুর রশিদসহ আদর্শ
সদর উপজেলা, কুমিল্লা সদর দক্ষিণ, মহানগর দক্ষিণ থানা বিএনপি ও অঙ্গ
সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
