
অকল্যান্ডে
ওয়েস্ট ইন্ডিজ নেমেছিল ২০৮ রানের লক্ষ্যে। ১৩তম ওভারে রোস্টন চেজকে যখন
মিচেল স্যান্টনার ফেরালেন, তখন তাদের স্কোর ৬ উইকেটে ৯৩ রান। সহজ জয়ের
সুবাস পেতে শুরু করেছিল নিউজিল্যান্ড। কিন্তু রভম্যান পাওয়েল ও রোমারিও
শেফার্ড ম্যাচের অঙ্ক পাল্টে দেন। দ্বিতীয় টি-টোয়েন্টি নিউজিল্যান্ডই
জিতেছে, কিন্তু মাত্র ৩ রানে! পাঁচ ম্যাচের সিরিজে ১-১ এ সমতা ফেরাল
স্বাগতিকরা।
পাওয়েল ও শেফার্ড সপ্তম উইকেট জুটিতে ৬২ রান যোগ করেন।
শেফার্ড ১৬ বলে ১ চার ও ৪ ছয়ে ৩৪ রান করে আউট হলে ম্যাথু ফোর্ড ব্যাটে আগুন
ধরান। শেষ ওভারে উইন্ডিজের দরকার ছিল মাত্র ১৬ রান। অন্যপ্রান্তে সেট হয়ে
গেছেন পাওয়েল, ফোর্ড প্রথম তিন বলে দুটি করে চার মেরে ব্যবধান আরো কমান।
কিন্তু চতুর্থ বলে শর্ট থার্ডে চাপম্যান পাওয়েলকে ফিরিয়ে স্বস্তিত ফেরান।
১৬ বলে একটি চার ও ছয়টি ছয়ে ৪৫ রানে থামেন এই ব্যাটার। বাকি দুই বলে কাইল
জেমিসন মাত্র দুই রান দিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয় ছিনিয়ে নেন।
ফোর্ড ১৩ বলে দুটি করে চার-ছয়ে ২৯ রানে অপরাজিত ছিলেন। এর আগে আলিক অ্যাথানেজ ৩৩ রান করেন। ৮ উইকেটে ২০৪ রানে থামে ক্যারিবিয়ানরা।
নিউজিল্যান্ডের
বড় সংগ্রহে চাপম্যান ঝড় তোলেন। ২৮ বলে ৬ চার ও ৭ ছয়ে ৭৮ রান করেন তিনি।
শেষ দিকে ড্যারিল মিচেল ১৪ বলে ২৮ ও স্যান্টনার ৮ বলে ২ ছয়ে ১৮ রানে
অপরাজিত থেকে দলীয় স্কোর দুইশ পার করেন। ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করেছিল
স্বাগতিকরা।
