কুমিল্লার
হোমনায় বিএনপিতে গ্রুপিং সৃষ্টি, কমিটি বানিজ্য, গঠনতন্ত্র পরিপন্থি
কর্মকান্ড, রাজনীতির পরিবেশ বিনষ্ট করে, দলে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টির
অভিযোগ এনে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম
ভূইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন হোমনা উপজেলা বিএনপির একাংশের
নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে হোমনা চৌরাস্তা থেকে একটি
বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে পৌর সভার প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায়
হোমনা চৌরাস্তা মোড়ে প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,
মাথাভাঙা ইউপি পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ
জাহাঙ্গীর আলম মোল্লা, হোমনা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাইনুদ্দিন,
স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা, যুগ্ম-আহ্বায়ক আমানুল্লাহ
আমান, যুবদলের নেতা মোঃ শাহজালাল।
এসময় অন্যদের মধ্যে হোমনা পৌর
বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক মোঃ শির মিয়া কমিশনার, মাথাভাঙ্গা ইউনিয়ন বিএনপি'র
সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল মেম্বার, বিএনপি নেতা আ: মতিন
মেম্বার, উপজেলা ছাত্রদলের সভাপতি সাইজুদ্দিন সাজু, উপজেলা যুবদল নেতা
মাইনুদ্দিন সরকার, যুবদল নেতা মোঃ রিয়াদ, হোমনা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট
শাখা ছাত্রদলের সভাপতি আমিনুল হক রাসেল, হোমনা সরকারি কলেজ শাখা ছাত্রদলের
সিনিয়র সভাপতি সোহেল রানা, অন্তর ও মোঃ সায়েমসহ সহস্রাধিক নারী ও পুরুষ
উপস্থিত ছিলেন।
সভায় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মোল্লা বলেন,
অধ্যক্ষ সেলিম ভূইয়া কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়ার
পর থেকে হোমনা উপজেলা বিএনপিকে দুই ভাগে বিভক্ত করে কোটি কোটি টাকার পদ
বানিজ্য করেছে। এ সময় তারা বলেন, অধ্যক্ষ সেলিম ভূইয়া হলেন কুমিল্লা-১
(দাউদকান্দি-মেঘনা) আসনের ভোটার। তাকে যদি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন
থেকে মনোনয়ন দেয়া হয়, তাহলে এরচেয়ে কঠোর কর্মসূচী দেয়া হবে।
বিএনপি নেতা
আমানুল্লাহ আমান বলেন, এই দুর্নীতিবাজ সেলিম ভূইয়ার বিরুদ্ধে হোমনা
উপজেলার সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ। ভাড়াটিয়া সেলিম ভূইয়াকে পছন্দ করে না।
তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান এই দুর্নীতিবাজ সেলিম ভূইয়াকে পদ
থেকে অবিলম্বে অব্যাহতি দিয়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপিকে সুসংগঠিত হওয়ার
সুযোগ করে দিন।
সভা শেষে অধ্যক্ষ সেলিম ভূইয়ার কুশপুত্তলিকায় জুতা পেটা
করে দাহ করে উল্লাস করেন। এ সময় বিএনপির একাংশের সহস্রাধিক নেতাকর্মী
উপস্থিত ছিলেন।
