
সেমিফাইনালেই
স্বপ্নভঙ্গ হলো ব্রাজিলের। সেলেসাও মেয়েদের হারিয়ে অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল
বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেছে উত্তর কোরিয়া। টানা দ্বিতীয় এবং মোট
পঞ্চমবারের মতো বয়সভিত্তিক এই টুর্নামেন্টটির ফাইনালে উঠেছে উত্তর কোরিয়ার
মেয়েরা। শিরোপার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে তারা।
গতকাল
(বুধবার) মরক্কোয় অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে তিনবারের
চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে ২-০ গোলে হেরেছে ব্রাজিলের মেয়েরা।
সেমিফাইনাল থেকে বিদায়ের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শনিবার মেক্সিকোর
বিপক্ষে মাঠে নামবে তারা।
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা
কোরিয়ার ইউ জং হিয়াং সেমিফাইনালেও জ্বলে উঠেছেন। ব্রাজিলের জালে কোরিয়ার
দুটি গোলই এসেছে তার পা থেকে। চলমান আসরে তার মোট গোল দাঁড়াল ৮, যা এখন
পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ।
ম্যাচের শুরুটা ছিল সমানে সমান। তবে
প্রথমার্ধের শেষ দিকে জালের দেখা পায় উত্তর কোরিয়া। পাক রে ইয়ংয়ের একটি শট
গোললাইনেই ব্রাজিলের আন্দ্রেনার হাতে লাগে। ভিডিও রিভিউ শেষে রেফারি
পেনাল্টি ও লাল কার্ড দেন। এতে দশজন নিয়ে খেলতে হয় ব্রাজিলকে, আর পেনাল্টি
থেকে নির্ভুল শটে গোল করেন ইউ জং হিয়াং।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ইউ নিজের
দ্বিতীয় গোলটি করেন। ব্রাজিলের এক খেলোয়াড়ের মাথা ছুঁয়ে উঠে আসা বল বুকে
থামিয়ে চমৎকার শটে জালে জড়ান তিনি। এরপর বাকি সময়টা সহজেই নিয়ন্ত্রণে রাখে
উত্তর কোরিয়া।
