কুমিল্লার কৃতি সন্তান তাহিব হোসেন ওসমান খেলতে যাচ্ছেন তৃতীয় যুব এশিয়ান গেমস ২০২৫-এ, যা অনুষ্ঠিত হচ্ছে বাহরাইনে। বাংলাদেশের হয়ে অংশ নিতে তিনি আজ সোমবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৮টার ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন।
তাহিব কুমিল্লা তায়কোয়ানডো এসোসিয়েশনের একজন প্রশিক্ষিত খেলোয়াড়। জানা গেছে, তিনি ২২ ও ২৩ অক্টোবর দুই দিনব্যাপী তায়কোয়ানডো ইভেন্টে অংশ নেবেন। পুরো প্রতিযোগিতা চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। বাহরাইন সরকারের পক্ষ থেকে তাকে ১৪ দিনের মেয়াদি ভিসা প্রদান করা হয়েছে, যার মেয়াদ শেষে তিনি নভেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফেরার কথা রয়েছে।
কুমিল্লা তায়কোয়ানডো এসোসিয়েশনের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টে জানানো হয়, তাহিব হোসেন ওসমান আমাদের প্রতিষ্ঠানের একজন গর্বিত ছাত্র। তার এই অর্জন আমাদের সকল তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণার।
এ প্রসঙ্গে এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক মো. রাসেল উদ্দিন মজুমদার বলেন,তাহিব অত্যন্ত পরিশ্রমী ও প্রতিভাবান একজন খেলোয়াড়। আমরা বিশ্বাস করি, সে আন্তর্জাতিক অঙ্গনে ভালো কিছু করবে।
সহকারী প্রশিক্ষক রাহিমা ইসলাম রিপা বলেন, তাহিব আমাদের ক্লাব, কুমিল্লা ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা তার সাফল্য কামনা করি।
বাংলাদেশের তরুণ তায়কোয়ানডো খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে কুমিল্লার তাহিবের অংশগ্রহণ স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।