বাসস:
যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের
লক্ষ্যে বিস্তারিত কর্মস‚চি গ্রহণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক
মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মস‚চি গৃহীত হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী প্রিন্ট ও
ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশ ও প্রচার এবং সংবাদপত্রসম‚হে বিশেষ নিবন্ধ,
সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ঢাকায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
এরপর
মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও সচিব শহীদ পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়ের বাজার বধ্যভ‚মি স্মৃতিসৌধে পুষ্পস্তবক
অর্পণ করবেন।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ অন্যান্য বেসরকারি চ্যানেলে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান সুবিধাজনক সময়ে আলোচনা সভার আয়োজন করবে।
এছাড়া,
শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনায় দেশের সকল মসজিদ, মন্দির,
গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত বা প্রার্থনার ব্যবস্থা করা
হবে।