বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগর কমিটির পক্ষ থেকে ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাও. সোলায়মান, সহ-সভাপতি মাও. ইব্রাহিম সিরাজী ও মাও. আমান উল্লাহ মুন্সী, সাধারণ সম্পাদক মুফতি ইমাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাও. অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এম এ মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ সাইদুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক মাও. ফখরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মাও. হেলাল উদ্দিন এবং সদস্য মাও. আনিছুর রহমান প্রমুখ।
স্মারকলিপিতে উল্লিখিত ৫ দফা দাবি
১. জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
২. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।
৩. আগামী নির্বাচনে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।
নেতৃবৃন্দ বলেন, এসব দাবি বাস্তবায়ন হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে। তাদের বিশ্বাস, এ দাবিগুলো পূরণ হলে বাংলাদেশ একটি “নতুন রাজনৈতিক ঐক্য ও গণতান্ত্রিক অগ্রগতির পথে” অগ্রসর হবে।