বৃহস্পতিবার ২৩ অক্টোবর ২০২৫
৭ কার্তিক ১৪৩২
বাংলাদেশ খেলাফত মজলিসের ৫ দফা দাবি বাস্তবায়নে
কুমিল্লা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বশিরুল ইসলাম ।।
প্রকাশ: রোববার, ১২ অক্টোবর, ২০২৫, ৩:৪৫ পিএম |

কুমিল্লা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা মহানগর কমিটির পক্ষ থেকে ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কুমিল্লা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি জমা দেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপিতে সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫টি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাও. সোলায়মান, সহ-সভাপতি মাও. ইব্রাহিম সিরাজী ও মাও. আমান উল্লাহ মুন্সী, সাধারণ সম্পাদক মুফতি ইমাম হোসেন, সহ-সাধারণ সম্পাদক মাও. অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক এম এ মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ সাইদুল ইসলাম, সহ-আইন বিষয়ক সম্পাদক মাও. ফখরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মাও. হেলাল উদ্দিন এবং সদস্য মাও. আনিছুর রহমান প্রমুখ।

স্মারকলিপিতে উল্লিখিত ৫ দফা দাবি

১. জুলাই সনদের অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
২. জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ।
৩. আগামী নির্বাচনে প্রকৃত লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।
৪. জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন।

নেতৃবৃন্দ বলেন, এসব দাবি বাস্তবায়ন হলে জনগণের আস্থা পুনরুদ্ধার হবে, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব হবে। তাদের বিশ্বাস, এ দাবিগুলো পূরণ হলে বাংলাদেশ একটি “নতুন রাজনৈতিক ঐক্য ও গণতান্ত্রিক অগ্রগতির পথে” অগ্রসর হবে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
শহীদ বুদ্ধিজীবী দিবসের বিস্তারিত কর্মসুচি গ্রহণ
হাইওয়ে কুমিল্লা রিজিয়নে ৯ মাসে নিহত ৫২৫ জন
মহাসড়কের কুমিল্লা অংশে বিপদজনক ৮৪টি ইউটার্ন
কুমিল্লার ময়নামতি মৌসুমে বিক্রি হচ্ছে ৪ কোটি টাকার কপি ও টমেটো চারা
বরুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার ৯টি আসনে সম্ভাব্য প্রার্থীচূড়ান্ত করেছে বিএনপি
ছোট বোনের জ্বীন ছাড়াতে গিয়ে ধর্ষণের শিকার বেড় বোন
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ ও অস্ত্রাবাজির ঘটনায় গ্রেফতার ২৪
কুমিল্লার দু'টি আসনে এলডিপির প্রার্থী ঘোষণা
নোবেল পুরস্কার-২০২৫ প্রাসঙ্গিক কিছু কথা, কিছু তথ্য মোহাম্মদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২