স্কোরলাইনে
তখন সমতা। ৯০ মিনিট পেরিয়ে যোগ করা সময়ের তৃতীয় মিনিটের খেলা চলছিল।
বক্সের ডান দিক থেকে ফ্রেংকি ডি ইংয়ের কাট-ব্যাকে ছুটে গিয়ে স্লাইডে বল
জালে পাঠালেন রোনাল্দ আরাউহো। জার্সি খুলে ছুটলেন বদলি নামা এই ডিফেন্ডার।
পেছনে তার সতীর্থরা। গোটা বার্সেলোনা শিবিরে সে কী উল্লাস! জয়ে ফেরার
স্বস্তিতে লা লিগার শীর্ষে উঠল হান্সি ফ্লিকের দল।
ঘরের মাঠ অলিম্পিক স্টেডিয়ামে শনিবার লিগ ম্যাচটি ২-১ গোলে জিতেছে শিরোপাধারীরা।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দুই হারের পর জয়ের স্বাদ পেল বার্সেলোনা। রেয়াল মাদ্রিদকে টপকে আপাতত লা লিগার চ‚ড়ায় উঠল কাতালান দলটি।