শনিবার ২৬ জুলাই ২০২৫
১১ শ্রাবণ ১৪৩২
জামায়াত আমির নির্বাচনের আগে দুই-চারটা শীর্ষ অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ২:০৫ এএম আপডেট: ২৫.০৭.২০২৫ ২:১৯ এএম |



 জামায়াত আমির নির্বাচনের আগে দুই-চারটা  শীর্ষ অপরাধীর শাস্তি নিশ্চিত  করতে হবেনির্বাচনের আগে দুই-চারটা হলেও শীর্ষ অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সব বিচার এই সময়ের মধ্যে সম্ভব নয়। কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা সরকার ও বিচার বিভাগের আন্তরিকতা দেখতে চাই। অবশ্যই দৃশ্যমান কিছু দেখতে চাই। দুই-চারটা হলেও শীর্ষ অপরাধীদের শাস্তি দেখতে চাই। এরপর এই ধারা চলমান থাকবে। যারা ক্ষমতায় আসবে তাদের নৈতিক দায়িত্ব হবে বিচার চালিয়ে যাওয়া ও সমাপ্তির দিকে নিয়ে যাওয়া।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে’ আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
জামায়াতের আমির বলেন, প্রয়োজনীয় সংস্কার ও অপরাধীদের বিচার শুরু করে নির্বাচন দিতে হবে। তা অবশ্যই আগামী বছরের প্রথমার্ধে হতে হবে। মৌলিক সংস্কার শেষ না করে আগের মতো নির্বাচন হলে এটি জাতির জন্য আবারও দুঃখ ও বেদনার কারণ হবে। আমরা এটা দেখতে চাই না।
তিনি বলেন, নির্বাচনে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। আগের তিনটি নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি। মনের মতো দল বা ব্যক্তিকেও বাছাই করতে পারেনি। এজন্য আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।
জুলাই আন্দোলনে মাস্টারমাইন্ড প্রসঙ্গে তিনি বলেন, আমরা জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড কখনো দাবি করিনি, বরং আমরা এটা অস্বীকার করেছি। কারণ একজন বা দুজনকে মাস্টারমাইন্ড বললে, বাকিদের আন্ডারমাইন্ড করা হবে। আমরা কাউকে আন্ডারমাইন্ড করতে চাই না। আমার প্রত্যেক যোদ্ধাকে সম্মান জানাতে চাই। সব যোদ্ধারাই আমাদের মাস্টারমাইন্ড। কোনো একক ব্যক্তি নয়।
রাষ্ট্র ক্ষমতায় গেলে শহীদ ও আহতদের যথাযথ সম্মান দেওয়া হবে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা শুকনো কথায় চিড়া ভেজাতে চাই না। দেশের বাইরে আমাদের বেগমপাড়া নেই, দাদার বাড়ি-নানার বাড়ি নেই। আমাদের বিদেশি প্রভু নেই। আমাদের প্রভু একজন। প্রতিবেশী দেশ অগ্রাধিকার পাবে, কিন্তু আমাদের অধিকার হরণ করতে চাইলে ১৮ কোটি মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
তিনি বলেন, রাষ্ট্রের চেয়ারে বসে বাংলাদেশের কোন সম্পদ কীভাবে নিজের ও শ্বশুর বাড়ির আয়ত্ত করা যায় সেই রাজনীতি আমরা করবো না। আগামীতে যারা সামাজিক দায়িত্বে নির্বাচিত হবেন, তারা আগের দলের কাছে সম্পদের হিসাব বিবরণী দেবেন। পরে দেশের কাছে জমা দেবেন। প্রতিবছর এই বিবরণী জমা দিতে হবে। এইভাবে আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়বো।
দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি জামায়াতের সংস্কৃতি নয় উল্লেখ করে আমিরে জামায়াত বলেন, মানুষের ইজ্জতে হাত দেওয়া আমাদের রাজনীতি না। যেই দল তার কর্মীদের এভাবে গড়ে তুলেছে, সেই দল ক্ষমতায় গেলে দেশকেও এভাবে গড়ে তুলবে। জামায়াতের হাতে দেশের একজন মানুষও অনিরাপদ থাকবে না।
চাঁদাবাজি ও সিন্ডিকেট যারা করে তারা ভিক্ষুকের চেয়েও খারাপ মন্তব্য করে তিনি বলেন, ভিক্ষা করা হালাল। যদি পেটের অবস্থা এমন হয় তাহলে আপনি ভিক্ষা করেন। কেন সিন্ডিকেট করবেন। কেন চাঁদাবাজি করবেন। আমি কোনো দলকে বলছি না। এরকম চরিত্র যাদের আমি তাদের বলছি। তবে তিনি যদি কোনো দলের নেতা বা কর্মী হন তাহলে আমার কিছু করার নেই।
জামায়াত আমির আরও বলেন, একটা যুদ্ধ করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। এবার যুদ্ধ করবো দুর্নীতির বিরুদ্ধে। এই যুদ্ধে বাংলাদেশের মানুষের বিজয় হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার গৌরীপুরে ২৩ মামলার আসামি মামুনকে কুপিয়ে হত্যা
সরকার পক্ষপাতদুষ্ট আচরণ স্পষ্ট করছে: ভিপি নুর
কুমিল্লার বিভিন্ন আসনেগণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা
কর্ণফুলী সৈয়দ আহমেদ শপিং মল এর পাইলিং কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠিত
ঝোপের ভিতরে যুবকের মরদেহ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার গৌরীপুরে ২৩ মামলার আসামি মামুনকে কুপিয়ে হত্যা
তারেক রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী
বাঁচানো গেল না মাহাতাবকে
সাংবাদিকদের সুরক্ষার দাবিতে ইউরো-বাংলা প্রেসক্লাবে ফ্রান্সের ৭ দফা প্রস্তাবনা শীর্ষক আলোচনা সভা
কুমিল্লার বিভিন্ন আসনেগণ অধিকার পরিষদের প্রার্থী ঘোষণা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২