১৯৮৬
বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড।
বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় সে ম্যাচে ২-১ গোলে জেতে আর্জেন্টিনা। এই
ম্যাচে ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার পিটার শিলটন যে জার্সিটি পরেছিলেন,
সেটি নিলামে তোলা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। নিলামে এই জার্সির আনুমানিক
সর্বোচ্চ দাম হতে পারে ৩ লাখ পাউন্ড।
বিশ্বকাপের আরও কিছু স্মারক তোলা
হবে একই নিলামে। ব্রাজিলের কিংবদন্তি পেলের ১৯৫৮ বিশ্বকাপ জয়ের পদক ও
ইংল্যান্ডের কিংবদন্তি গোলকিপার গর্ডন ব্যাঙ্কসের ১৯৬৬ বিশ্বকাপ জয়ের পদকও
নিলামে তোলা হবে। পেলের পদকটির সর্বোচ্চ দাম ৫ লাখ পাউন্ড এবং ব্যাঙ্কসের
পদকের দাম ৩ লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে বলে জানিয়েছে বিবিসি।
আজটেকা
স্টেডিয়ামে অনুষ্ঠিত ’৮৬ বিশ্বকাপের সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন
আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা। ৫১ মিনিটে তাঁর হাত দিয়ে করা গোলটি
ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ নামে সুখ্যাতি ও কুখ্যাতি—দুটিই কুড়িয়েছে। ওই
গোলের ৪ মিনিট পর বিশ্বকাপ ইতিহাসেরই অন্যতম সেরা গোল করেন ম্যারাডোনা।
মাঝমাঠ থেকে বল টান দিয়ে ইংল্যান্ডের কয়েকজন খেলোয়াড়কে কাটিয়ে গোলটি
করেছিলেন কিংবদন্তি। সেই ম্যাচে ম্যারাডোনার পরা ১০ নম্বর জার্সি ২০২২
সালের মে মাসে অনুষ্ঠিত নিলামে রেকর্ড ৭১ লাখ পাউন্ডে বিক্রি হয়।
যুক্তরাজ্যের
এক স্মারক সংগ্রাহক ব্যক্তি শিলটনের জার্সিটি নিলামে তুলবেন, যেটি আগামী
জুলাইয়ে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে অনুষ্ঠিত হতে পারে। গ্রাহাম বাড নিলাম
প্রতিষ্ঠানের ক্রীড়া সরঞ্জাম নিলামের প্রধান ডেভিড কনভেরি জানিয়েছেন, ‘ফটো
ম্যাচিং’–এর মাধ্যমে তাঁরা নিশ্চিত হয়েছেন জার্সিটি শিলটনের। কনভেরি বলেন,
‘কিছু ছেঁড়াফাটা থাকলেও এটি বেশ ভালো অবস্থায় আছে।’
ব্রিটিশ সংবাদমাধ্যম
‘দ্য সান’ জানিয়েছে, ১৯৬৬ বিশ্বকাপে ৩২টি ম্যাচের টিকিটের একটি অংশের পুরো
সেট নিলামে তোলা হবে। এর আনুমানিক মূল্য ধরা হয়েছে ৭ থেকে ১০ হাজার
পাউন্ড। মূল্যবান এসব বিশ্বকাপ-স্মারক নিলামে তোলার অনুষ্ঠান হবে
ম্যানচেস্টারে। পরবর্তী সময় বছরজুড়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নশিপ ম্যাচের
মাঠে এক এক এসব স্মারক দর্শকদেরও দেখানো হবে।
ইংল্যান্ড জাতীয় দলের
ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ (১২৫) খেলা ফুটবলার শিলটন। গিনেস ওয়ার্ল্ড
রেকর্ডস অনুসারে, ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তাঁর।
পেশাদার ক্যারিয়ারে ১৩৯০ ম্যাচ খেলেছেন শিলটন। পেলে ব্রাজিলের তিনবারের
বিশ্বকাপজয়ী কিংবদন্তি। ব্রাজিলের হয়ে জিতেছেন ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ।
ম্যারাডোনা ’৮৬ বিশ্বকাপ জিতিয়েছেন আর্জেন্টিনাকে।