নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লার লাকসামে রেলওয়ে জংশন স্টেশনে ইঞ্জিন বিকলের কারণে ৫
ঘন্টায়ও গন্তব্য ছেড়ে যায়নি চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস
ট্রেন। এতে বিমান যাত্রীসহ ট্রেনের অন্যান্য যাত্রীরা চরম দূর্ভোগে পড়ে।
রাত সাড়ে ১০ টায় এ রির্পোট লেখা পর্যন্ত ট্রেনটি লাকসাম রেলওয়ে জংশন
স্টেশনে দাঁড়িয়ে আছে।
রেলওয়ে সূত্র ও ট্রেন যাত্রীরা জানান, ওইদিন
চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৫ টায় লাকসাম
রেলওয়ে জংশন স্টেশনে আসে। ৫ মিনিট বিরতি শেষে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে
ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ইঞ্জিন বিকলের কারণে সেটি নির্দিষ্ট বিরতি শেষেও
গন্তব্যে ছেড়ে যেতে পারেনি। এদিকে রেলওয়ে কর্তৃপক্ষ আরেকটি মালবাহী
ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি চালু করলেও কিছু দূর গিয়ে সেটি আবারও ইঞ্জিন
বিকল হলে দাঁড়িয়ে যায়।
এদিকে ট্রেন যাত্রী লাকসামের উত্তরদা গ্রামের
আলী হোসেন জানান, রাত ৯ টায় তারা ঢাকায় পৌঁছানোর কথা কিন্তু এই সময়ে তারা
এখনো লাকসন জনসন অবস্থান করছেন। প্রবাসী যাত্রী নাঙ্গলকোটের আব্দুর রহিম
জানান রাত ১ টায় তার সৌদি আরবের ফ্লাইট কিন্তু ট্রেনের অনিশ্চয়তা দেখে সে
সড়ক পথে ঢাকা রওনা দিয়েছেন।
অপরদিকে রাত সাড়ে দশটায় লাকসাম রেলওয়ে জংশন
স্টেশন মাস্টার রাত ওমর ফারুক জানান, নোয়াখালী থেকে উপকূল ট্রেনের ইঞ্জিন
এলেই সেটি দিয়ে মহানগর ট্রেনটি চালানো হবে।