প্রকাশ: রোববার, ২০ জুলাই, ২০২৫, ১১:১৫ পিএম |
কুমিল্লাার লাকসাম উপজেলার বিএনপির ১০টি সাংগঠনিক ইউনিয়নে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি আহ্বায়ক আবুল কালাম।
বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির,মনোহরগঞ্জ বিএনপির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদলসহ আরো অনেকে।
দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয়পর্বে কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটে ১০টি সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদক নির্বাচিত করা হয়েছেন।