বেসরকারি প্রতিষ্ঠান কুমিল্লা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম এর উদ্যোগে গত সোমবার থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বাসাবাড়ি থেকে নিয়মিতভাবে বর্জ্য সংগ্রহের নয়া ও অভিনব উদ্যোগ চালু হয়েছে। একার্যক্রমের আওতায় প্রতিদিন সকালে নির্দিষ্ট সময় একজন পরিচ্ছন্নতা কর্মী বিভিন্ন বাসাবাড়ির দরজায় গিয়ে বাঁশি বাজিয়ে বর্জ্য সংগ্রহ করছেন। এরপর সংগৃহীত বর্জ্য একটি ভ্যানে করে সিটি কর্পোরেশনের নির্ধারিত পয়েন্টে নিয়ে গাড়িতে তুলে দিচ্ছেন।এই উদ্যোগটি কুমিল্লা শহরের বর্জ্য ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করেছে। বর্জ্য সংগ্রহের এই প্রক্রিয়ায় পরিচ্ছন্ন কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। এছাড়া কর্মীরা, বাসিন্দাদের নিয়মিতভাবে বর্জ্য প্রদানে ব্যাপার অনুরোধ করছেন, বাসিন্দারা যাতে খালের ধারে বা যেখানে-সেখানে বর্জ্য না ফেলে সে ব্যাপারে সচেতন করছেন।এই উদ্যোগটি বাস্তবায়ন করছে বেসরকারি প্রতিষ্ঠান কুমিল্লা ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এউদ্যোগের সাথে অংশীদারীতে কাজ করছেন অদম্য ২১, দাদু ও ইয়ুথ এইড নামে তিনটি স্থানীয় সংগঠন। উদ্যোগটির উদ্যোক্তারা মনে করেন এ উদ্যোগের মাধ্যমে শুধু বর্জ্য ব্যবস্থাপনায় উন্নয়নই নয়, বরংশহরবাসীর আচরণগত পরিবর্তন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার একটি টেকসই পথ তৈরি হয়েছে।