ব্রাহ্মণপাড়া
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার (২ জুলাই) সকালে
কৃষি অফিসের সামনে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে রোপা আমন উৎপাদন
বৃদ্ধির লক্ষ্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
উক্ত বিতরণ অনুষ্ঠানে
উদ্বোধন করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান। অনুষ্ঠান
পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ রানা। এ সময় উপস্থিত
ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোখলেসুর রহমান,উপজেলা সহকারী
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল মান্নান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তফা
কামাল, নাঈমা হক আঁখি, মোজাম্মেল হক বাছির। এছাড়াও এ সময় গণ্যমান্য
ব্যক্তিবর্গ, সাংবাদিক ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষাণ-কৃষাণী উপস্থিত
ছিলেন। এ সময় প্রনোদনা কর্মসূচি অনুযায়ী উচ্চ ফলনশীল রোপা আমন ধান বৃদ্ধির
লক্ষ্যে ৭৫০ জন্য কৃষক ও কৃষাণীর মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়ে।