কুমিল্লা
সিটি কর্পোরেশন এলাকায় অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল
নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে নিরাপদ সড়ক
আন্দোলন (নিসআ) - কুমিল্লা শাখা। মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের
কার্যালয়ে নিসআ’র একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপিতে
উল্লেখ করা হয়, কুমিল্লা শহরে ক্রমবর্ধমান যানজট, সড়ক দুর্ঘটনা ও নাগরিক
দুর্ভোগের অন্যতম কারণ হিসেবে ব্যাটারিচালিত অটোরিকশাকে চিহ্নিত করা
হয়েছে। এসব যানবাহন ট্রাফিক আইন মানে না এবং চালকদের অধিকাংশেরই প্রয়োজনীয়
প্রশিক্ষণ না থাকায় প্রায়ই দুর্ঘটনার শিকার হন পথচারী ও যাত্রীরা।
নিসআ
নেতৃবৃন্দ বলেন, “শহরের প্রধান সড়কগুলোতে এই অটোরিকশাগুলোর অবাধ চলাচলের
ফলে শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে। এতে করে শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও
জরুরি যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে।” তারা আরও জানান, জনসাধারণের
নিরাপত্তা, সময় বাঁচানো এবং সুশৃঙ্খল সড়ক ব্যবস্থার স্বার্থে এই
অটোরিকশাগুলোর বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া জরুরি।
স্মারকলিপি
প্রদানকালে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) কুমিল্লা জেলা শাখার
সভাপতি জনাব মীর মাহদী আল মানছুর, সহ-সভাপতি মো: নাহিদ হাসান মজুমদার,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন
কুমিল্লা মহানগর শাখার সভাপতি তানজিল হোসাইন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ
আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস, কার্যনির্বাহী সদস্য জাকির
হোসেন, এবং সদর দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মোঃ ওমর সানি পারভেজ।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, কুমিল্লা জেলা প্রশাসন তাদের এই দাবির প্রতি সদয় নজর দিয়ে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।