বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
লালমাই সড়কে শৃঙ্খলায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
প্রদীপ মজুমদার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১:১১ এএম |


কুমিল্লার লালমাইয়ে সড়কে শৃঙ্খলায় মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১৪ জন গাড়ি চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ জুলাই) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ফয়েজগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খীসা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার, লাকসাম ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আদেল আকবর। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন লালমাই থানা ও হাইওয়ে পুলিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ব্যাতীত গাড়ি চালনা, অতিরিক্ত যাত্রী বোঝাই এবং দ্রুতগতিতে গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় ১৪ জন গাড়ি চালককে সর্বমোট ২৪৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা বলেন, গত কয়েকদিনে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফয়েজগঞ্জসহ বিভিন্ন স্থানে দুর্ঘটনার হার বেড়ে যাওয়ায় গাড়ি চালকদের সাবধানে গাড়ি চালনা ও হেলমেট পরিধান করাসহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়। সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ফয়েজগঞ্জে ১৪ জন গাড়ি চালককে ২৪ হাজার ৫০০ শ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা বলেন তিনি। 
সড়কে মৃত্যুর মিছিল গত ৪৮ ঘন্টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ ও লালমাই উপজেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ৩ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। 
বুধবার ২ জুলাই মহাসড়কের ফয়েজগঞ্জে সড়ক দুর্ঘটনায় উপজেলার জগৎপুর গ্রামের নাজমুল হাসান নামের এক যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় জামুয়ারপাড় গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে সিয়াম এর আগে গত সোমবার (৩০ জুন) রাতে সদর দক্ষিণ উপজেলার রতনপুর দক্ষিণ বাজার বাহারুল উলুম মাদ্রাসা সংলগ্ন সড়কের ইউটার্নে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের রাইপুর গ্রামের চা দোকানদার জামাল হোসেনের একমাত্র ছেলে মো. সাগর (১৯) ও সুলতান আহমেদের ছেলে সোহেল রানা (৩০) নিহত হয়। এ ঘটনায় গুরতর আহত মো. হাসান (২২) একই এলাকার তাজুল ইসলামের ছেলে। এছাড়া উপজেলার কাছিকাটা, শানিচোঁ, ফয়েজগঞ্জ, জয়নগর চৌমুহনীতে পৃথক পৃথক দূর্ঘটনায় আহত হওয়ার ঘটনা ঘটে।













সর্বশেষ সংবাদ
সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়ে সকালে গণপিটুনি, কুমিল্লায় এক পরিবারের তিনজন নিহত
ফজর আলীর ভাই শাহপরানের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলীতে ফেলা হচ্ছে বিষাক্ত স্লাজ বর্জ্য
কুমিল্লায় ভেজাল ঘি ও নকল বৈদ্যুতিক তারের বিরুদ্ধে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় ৩জন নিহত, আহত ২
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়ে সকালে গণপিটুনি, কুমিল্লায় এক পরিবারের তিনজন নিহত
কুমিল্লার বুড়িচংয়ে দোকানে মিললো টিসিবির ১৪৪২ লিটার তেল
ফজর আলীর ভাই শাহপরানের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ
বাড়ি ছাড়লেন সেই নারী
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলীতে ফেলা হচ্ছে বিষাক্ত স্লাজ বর্জ্য
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২