শনিবার ৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে লাকসামে জামায়াতের দোয়া ও আলোচনা
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ১:১১ এএম |


লাকসাম প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের স্মরনে লাকসামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লাকসাম পৌরসভা জামায়াতের উদ্যোগে মঙ্গলবার (১ জুলাই) বাদ মাগরিব হাউজিং এস্টেট জামে মসজিদে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি ও কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ সৈয়দ সরওয়ার ছিদ্দিকী বলেন, জুলাই বিপ্লব এ জাতির উপর আল্লাহর রহমত। আমরা জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহত ও পঙ্গুত্ব বরণকারীদের দ্রুত সুস্থতা কামনা করছি মহান আল্লাহর দরবারে।
তিনি বলেন, আমরা আজ মূখ খুলে কথা বলতে পারছি। এটি জুলাই বিপ্লবের ফসল। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের যে উদ্দেশ্য নিয়ে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে তা এখনো অর্জিত হয়নি। বৈষম্যহীন সমাজ গঠনে জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন জাতি অনন্তকাল স্মরণ করবে।
লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারীর সভাপতিত্বে সভায় শহীদদের আত্মার মাগফেরাত এবং আহত ও পঙ্গুত্ব বরণকারীদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, দৌলতগঞ্জ গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম।
লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারী মাওলানা মুহাম্মদ সহিদ উল্যাহর পরিচালনায় দোয়া ও আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, ফুলগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ইয়াছিন মজুমদার শহর শাখা ইসলামী ছাত্রশিবির সভাপতি মোঃ নাজমুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা জামায়াতের সাবেক আমীর মোঃ আবুল হাশেম, সহকারী সেক্রেটারি মাস্টার একেএম শাহ আলম, সাইফুল ইসলাম খোকন, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসাইন, মুফতি আকতার হোসেন আজাদী, অধ্যাপক আব্দুল কাহহার, ওয়ার্ড সভাপতি মাস্টার আব্দুর রহমান, ফয়সাল মুন্সিসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীবৃন্দ।













সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুটি পথসভায় বক্তব্য রাখবেন জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান
এলাকা থমথমে পরিস্থিতি
কাউকে না পেয়ে গ্রাম পুলিশ দিয়ে কবর খনন
কুমিল্লায় তিন খুনের ঘটনায় মামলা হয়নি, গ্রেফতারও নেই
কুমিল্লার দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচি শাহীন আলম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ঘোষণা দিয়ে তিনজনকে হত্যা
‘রাতেই ফোনে হত্যার হুমকি দেয় বাছির’
কুমিল্লার দেবিদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচি শাহীন আলম
সন্ধ্যায় সিদ্ধান্ত নিয়ে সকালে হামলা
কুমিল্লায় উল্টো রথযাত্রা মহোৎসব আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২