কুমিল্লার চান্দিনায় দিনব্যাপী বিভিন্ন স্থানে কর্মী সমাবেশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
শুক্রবার
(৪ জুলাই) সকালে উপজেলার মাইজখার ইউনিয়নের তিতপুর গ্রামে, বিকালে জোয়াগ
ইউনিয়নের ওরাইন উচ্চ বিদ্যালয় মাঠে ও সন্ধ্যায় বাড়েরা উনিয়নের টাটেরা
দক্ষিণপাড়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে পৃথক ওই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই
সকল কর্মী সমাবেশে দেশের উন্নয়ন অবকাঠামো, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট ও
আগামী নির্বাচনে নেতা-কর্মীদের উজ্জীবিত করতে প্রধান অতিথির বক্তৃতা করেন
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা ড.
রেদোয়ান আহমেদ।
সন্ধ্যার বাড়েরা ইউনিয়নের টাটেরা দক্ষিণপাড়া ফোরকানিয়া
মাদ্রাসা মাঠে ৭নং ওয়ার্ড এলডিপি সভাপতি আব্দুল হাকিম মৃধার সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার,
সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।
বাড়েরা ইউনিয়ন এলডিপি গ.
স্বেচ্ছাসেবক দল সভাপতি মো. ফরহাদ হোসেন এর সঞ্চালনায় অন্যদের মধ্যে
বক্তৃতা করেন বাড়েরা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন কালা,
গণতান্ত্রিক কৃষকদল সভাপতি মোয়াজ্জেম হোসেন ভূইয়া, সাবেক মেম্বার আলী
আহাম্মদ, সাইফুল মাস্টার, সাবেক মেম্বার খোরশেদ আলম শাহীন।
এসময় উপস্থিত
ছিলেন- গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু,
গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, বাড়েরা উচ্চ বিদ্যালয়
পরিচালনা পর্ষদ সভাপতি দুলাল হোসেন প্রমুখ।