কুমিল্লার দেবিদ্বারে ব্যবসায়ীর ওপর হামলা ও মারধর ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানবন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার রাজামেহার ইউনিয়নের চুলাশ বাজারে এই মানবন্ধন কর্মসূচী পালিত হয়। এতে তিন গ্রামের প্রায় কয়েক’শ মানুষ অংশ নেন। গত ২৯ জুন তার হাতে মারধর ও ছিনতাইয়ের শিকার হয়ে স্থানীয় মো. আলম স্বর্ণকার নামে এক ব্যক্তি দেবিদ্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, কালা সাঈদের সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজামেহার ইউনিয়নের তিন গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ অতিষ্ঠ। কালা সাঈদ মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, চুরি-ছিনতাই হুমকি ও মারধর করেছে রাজামেহার, উখারি, গাংটিয়ারা গ্রামের এমন শতাধিক মানুষকে। অভিযুক্ত আবু সাঈদ ওরফে কালা সাঈদ (২২) দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের উখারি গ্রামের মো. জাহাঙ্গীর ভূঁইয়ার ছেলে। গ্রামবাসী বলেন, কালা সাঈদ হাতে দেশীয় অস্ত্র, কোমরে পিস্তল ও মাদক নিয়ে একাধিক টিকটক ভিডিও এলাকায় ছড়িয়ে পড়েছে। ওইসব ভিডিও তার টিকটক আইডি থেকেই পোস্ট করা হয়। এসব ভিডিওতে দেশীয় অস্ত্র উঁচু করে ভয়ঙ্কর ডায়লগ দিয়ে গ্রামের নানা মানুষতে হুমকি দেয়, এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী মো. কামাল স্বর্ণকার, মোশারফ হোসেন, মো.আলম স্বর্ণকার বলেন, গ্রামে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে কালা সাঈদ। তার হাতে তিন গ্রামের এমন কোন মানুষ নেই যে মারধর ও ছিনতাইয়ের শিকার হয়নি। সে আমাদের মারধর করে স্বর্ণ ও রুপা ছিনিয়ে নিয়ে গেছে। গ্রামে কালভার্ট বানাতে এসেও ঠিকাদারের কাছে চাঁদা না পেয়ে তাকে হত্যার হুমকি দিয়েছে এসব গ্রামের মানুষ জানেন। আমরা থানায় মামলা দায়ের করেছি । অবিলম্বে কালা সাঈকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। এ বিষয়ে দেবিদ্বার থানার ওসি সামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, কালা সাঈদের বিরুদ্ধে এক ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য কয়েকবার অভিযান চালানো হয়েছে, তাকে পাওয়া যায়নি। আমরা তদন্ত করে পেয়েছি সে একটি সন্ত্রাসী টাইপের ছেলে। খুব শিগ্রয়ই তাকে গ্রেপ্তার করা হবে।