চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে এসকেটি ডায়নামিক স্কোয়াড কর্তৃক আয়োজিত
‘ডায়নামিক ট্রপি’ ৪র্থ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
খেলায় ডায়নামিক স্কোয়াড চ্যাম্পিয়ান ও বুম বুম স্কোয়াড রানার্স আপ হয়।
শুক্রবার বিকেলে পৌরসভার সোনাকাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর
মাহফুজুর রহমান। ১নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার শাহ আলমের সভাপতিত্বে
ও সহ-সভাপতি অলি আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা জামায়াতের
আমীর মাওলানা ইব্রাহিম, নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন, সেক্রেটারী
মোশারফ হোসেন ওপেল, ঢাকা মহানগরী জামায়াত নেতা ইমাম হোসেন, চৌদ্দগ্রাম পৌর
জামায়াত নেতা জাফর ইকবাল লিটন। এ সময় সমাজ সেবক সিরাজুল ইসলাম, আরিফুর
রহমান আরব, শাহজাহান মজুমদার, ওয়ার্ড শিবির সভাপতি বিপ্লব হোসেন বাপ্পিসহ
বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলাপ্রেমী দর্শকবৃন্দ।
অনুষ্ঠানে চ্যাম্পিয়ান টিমকে ১০ হাজার ও রানার্স আপ টিমকে ৫ হাজার টাকা
দেয়া হয়। এরআগে খেলা উপলক্ষে মাঠে জামায়াতের সৌজন্যে গোলবার স্থাপন করা হয়।
দীর্ঘদিন পর ফুটবল টুর্ণামেন্টের সুন্দর আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে
ধন্যবাদ জানিয়েছে সচেতন মহল।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, নিয়মিত মাঠে
খেলার আয়োজন করলে যুবকরা মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে। আমাদের
প্রত্যেকের উচিত-সন্তানকে অপরাধ থেকে সরাতে খেলার সুযোগ করে দেয়া।