মঙ্গলবার ১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
আবু সাঈদ হত্যা: অভিযোগ আমলে নিয়ে ২৬ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১:৫৯ এএম আপডেট: ০১.০৭.২০২৫ ২:০৯ এএম |


 

  আবু সাঈদ হত্যা:  অভিযোগ আমলে নিয়ে ২৬  আসামিকে গ্রেপ্তারে পরোয়ানাজুলাই অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক ২৬ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সোমবার এ আদেশ দেয়।
প্রসিকিউশনের পক্ষে এদিন শুনানি করেন প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এদিন সকালে এ হত্যা মামলায় ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় ট্রাইব্যুনালে।
তাদের মধ্যে চার আসামি অন্য মামলায় গ্রেপ্তার আছেন। এরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম, ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশ, সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।
প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আবু সাঈদ হত্যাকাণ্ডের দীর্ঘ তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করা হয়েছিল। সেই প্রতিবেদন পর্যালোচনাপূর্বক চিফ প্রসিকিউটরের কার্যালয় ফরমাল চার্জ দাখিল করেছিল।
“আজকে সেই ফরমাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টেসের ওপর শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।”
আসামিদের মধ্যে যে চারজন অন্য মামলায় গ্রেপ্তার আছেন, তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। বাকি ২৬ জনকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজির করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
তাজুল কলেন, “সেদিন (১০ জুলাই) বিচারের যে স্বাভাবিক কার্যক্রম, সেটা গৃহীত হবে। যদি সকল আসামিকে গ্রেপ্তার করা না যায়, তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লইয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন; এবং তার মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে।
চিফ প্রসিকিউটর বলেন, “আমরা স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি, শেখ হাসিনার নির্দেশ লেথাল উইপন ব্যবহার করা হয়েছে, শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রীকে; স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন পুলিশের আইজিপিকে; আইজিপির মাধ্যমে পুলিশের সমস্ত কমান্ডিং–অধস্তন যত কমান্ড আছে তাদের কাছে গিয়েছে।
“সেখানে বলা হয়েছে, প্রাণঘাতী অস্ত্র বা লেথাল উইপন ব্যবহার করে ছাত্রদেরকে হত্যা করার জন্য। সেই নির্দেশের ধারাবাহিকতায় রংপুর অপরাধটা সংঘটিত হয়েছে।”
তাজুল বলেন, “সুতরাং সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির এবং তারপরে রংপুরে পুলিশের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন, তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে পাওয়া গেছে এবং তাদের ব্যাপারে চার্জশিট দাখিল করা হয়েছে।”
পাশাপাশি ‘অক্সিলারি ফোর্স’ হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ এবং বিশ্ববিদ্যালয়েরে ভিসিসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছাত্রদের আন্দোলন দমনের ব্যাপারে পুলিশকে ‘সরাসরি নির্দেশনা দিয়েছে’ বলে উঠে এসেছে অভিযোগপত্রে।
চিফ প্রসিকিউটর বলেন, “সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, ওই সময়ের প্রশাসনে যারা ছিল তারা, সরাসরি পুলিশকে উসকানি দেয়, নির্দেশ দেয়ার কাজটা করে।
“তারা যেহেতু সুপিরিয়র অবস্থানে থেকে এটা করেছে, সেজন্য সুপরিয়র রেসপনসিবিলিটি বিশ্ববিদ্যালয়ের যারা ঊর্ধ্বতন কর্তাব্যক্তি, যারা এ মামলার আসামি, তাদের দায়ী করা হয়েছে। তবে মূল দায়টা হচ্ছে সরকারের। শেখ হাসিনা থেকে শুরু করে পরবর্তী পুলিশ অফিসারদের।”
সরকারি চাকরির কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ২০২৪ সালের ১ জুলাই থেকে আন্দোলনের মধ্যে ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন।
সেদিন দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা সাঈদকে গুলি করার ভিডিও সংবাদ মাধ্যমে প্রচার হলে ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে।
পরদিন থেকে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হয়। সংঘাত আর মৃত্যুর মধ্যে ১৯ জুলাই কারফিউ দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি শেখ হাসিনার সরকার।
তুমুল অভ্যুত্থানে ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যান। এখনও তিনি সেখানেই আছেন।
শেখ হাসিনা এবং তার সরকারের মন্ত্রী-এমপি ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধেও ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে। একটি মামলায় মঙ্গলবার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে।













সর্বশেষ সংবাদ
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
পর্নোগ্রাফি মামলার আসামিদের রিমান্ডে চায় পুলিশ
কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সেনাবাহিনীর অভিযান কুমিল্লায়৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকাসহ আটক ১
এবি পার্টি মহানগরের উদ্যোগে চাউল বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চালের ড্রাম ছিলো ৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকা; জব্দ করল সেনাবাহিনী
লালমাইয়ে দুই মাদকসেবীকে সাজা
কে এই ফজর আলী
অভিযুক্ত ফজর আলীসহ গ্রেপ্তার ৫
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২