মঙ্গলবার ১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে ৪৩ কিলোমিটার এলাকা
মহাসড়কের হোটেলগুলো যেন গাঁজা ও ইয়াবার মিনি কারখানা
মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১:০৬ এএম আপডেট: ৩০.০৬.২০২৫ ১:৫০ এএম |



মহাসড়কের  হোটেলগুলো যেন  গাঁজা ও ইয়াবার মিনি কারখানা কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের খাবার হোটেলে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ চারজনকে আটক শেষে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত ৯টা থেকে রোববার দিবাগত রাত ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় মাদক বিরোধী এ অভিযান পরিচালিত হয়। 
অভিযানে অংশ নেয়া দায়িত্বশীল সূত্র জানায়, উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তার চারটি বাইক ও ভাড়া করা একটি ট্রাক নিয়ে পাঁচটি দলে ভাগ হয়ে মাদকদ্রব্যের ক্রেতা সেজে শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা অংশের বিভিন্ন হোটেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। গঠিত দল কয়েকটি হোটেল থেকে প্রথমে কিছু টাকার মাদকদ্রব্য ক্রয় করে। পরে অভিযান চালিয়ে ৯১পুরিয়া গাজা এবং ৩৮পিস ইয়াবা ও সেবনের সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের নিকট আটককৃত মাদকদ্রব্যসমূহ হস্তান্তর করে এবং সেগুলো পরবর্তীতে সেনাবাহিনীর উপস্থিতে ধ্বংস করার নির্দেশ প্রদান করে। এ সময় কয়েকটি হোটেলের মালিক বা ম্যানেজার পালিয়ে গেলেও অধিকাংশ ক্ষেত্রে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য নাবালক শিশুদেরকে ব্যবহার করার কারণে আটক করা গেলেও তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা কঠিন। মহাসড়কের বাবুচি বাজারের জমজম হোটেল থেকে আটক করা চার আসামীকে মোবাইল কোর্ট আইনের তফসিল ভুক্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী প্রত্যককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০টাকা করে অর্থদণ্ডসহ উভয় দণ্ডে দন্ডিত করা হয়। অভিযানকালে কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করে বলেন-মহাসড়কের পাশে এ হোটেলগুলো যেন খাবার নয়, গাজা ও ইয়াবার মিনি কারখানা।  
রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জামাল হোসেন বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রতিরোধই পারবে পুরো সমাজকে এই মাদকের করাল গ্রাস থেকে মুক্তি দিতে। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে’।  












সর্বশেষ সংবাদ
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
পর্নোগ্রাফি মামলার আসামিদের রিমান্ডে চায় পুলিশ
কুমিল্লায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
সেনাবাহিনীর অভিযান কুমিল্লায়৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকাসহ আটক ১
এবি পার্টি মহানগরের উদ্যোগে চাউল বিতরণ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চালের ড্রাম ছিলো ৩ হাজার ইয়াবা ও ৩০ লাখ টাকা; জব্দ করল সেনাবাহিনী
লালমাইয়ে দুই মাদকসেবীকে সাজা
ভিডিও ছড়িয়ে দেওয়াই ছিলো নিপীড়নকারীদের উদ্দেশ্য?
অবশেষে বন্ধ হলো কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা
কে এই ফজর আলী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২