কুমিল্লার
ব্রাহ্মণপাড়ায় সম্প্রতিক সময়ে করোনা ও ডেঙ্গুর বিস্তার বেড়ে চলেছে। এর
প্রতিরোধে সচেতনার কোন বিকল্প নেই। প্রতিটি অফিস, স্কুল, কলেজ, পাড়া মহল্লা
ও ঘরবাড়ির আশেপাশের ঝোপঝার পরিস্কার ও বিভিন্ন স্থানে পানি জমে থাকা
প্রতিরোধে কাজ করতে হবে সবাইকে। এছাড়া করোনা প্রতিরোধে মাক্স পরিধানসহ
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। এছাড়া ভাড়া নৈরাজ্য,
মাদক, ড্রেজিং, ইফটিজিং, বাল্যবিবাহ রোধে ভ্রাম্যমান আদালত চলমান থাকবে।
গতকাল ৩০ জুন (সোমবার) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা সভায় এ সকল সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায়
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান এর সভাপতিত্বে ও
পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারহানা পৃথা,
ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তোফায়েল আহমেদ ভূঁইয়া, শিক্ষা অফিসার
সৈয়দা হালিমা আক্তার, খাদ্য কর্মকর্তা উম্মে তামিমা মুন্নি, মহিলা বিষয়ক
কর্মকর্তা লুৎফা ইয়াসমিন,উপজেলা মৎস্য কর্মকর্তা রাগিব হাসান, সাবেক
মুক্তিযোদ্বা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার, নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যন
আনিসুর রহমান রিপন ভূইয়া এবং আবদুল্লা আল মামুন, ভগবান সরকারি হাই স্কুলের
শিক্ষক রেজাউল করিম, জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক
শাহ আলম সরকার, ব্রাহ্মণপাড়া উপজেলা জামাতের আমির রেজাউল করিম, পল্লী
বিদ্যুতের এজিএম সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামাল
উদ্দিন , বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুদ আলম ও সাংবাদিকসহ
বিভিন্ন দপ্তরের প্রধানগণ। এছাড়া আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা
কামনা করা হয়।