শুক্রবার ১৬ মে ২০২৫
২ জ্যৈষ্ঠ ১৪৩২
দুই মাস ভেঙে পড়ে আছে ব্রিজ, চলাচলের দুর্ভোগে ১০গ্রামের মানুষ
প্রকাশ: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১:৪৬ এএম আপডেট: ১৬.০৫.২০২৫ ২:৩৬ এএম |




 দুই মাস ভেঙে পড়ে আছে ব্রিজ, চলাচলের দুর্ভোগে ১০গ্রামের মানুষকুমিল্লার লাকসাম উপজেলার মনপাল গ্রামে নলুয়া খালের ওপওে নির্মিত একটি ব্রিজ দুই মাস ভেঙে পড়ে আছে। এতে চলাচলের দুর্ভোগে পড়েছেন ১০-১২গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ। ব্রিজটির অবস্থান মনপাল গ্রামের হাজী মার্কেট সংলগ্ন স্থানে।
স্থানীয় সূত্র জানায়, ১৯৯৬সালে ব্রিজটি নির্মাণ করা হয়। দুই বছর আগে ব্রিজের ওপর দিয়ে সড়ক নির্মাণ সামগ্রী নিতে রেলিং ভেঙে ফেলা হয়। এতে ব্রিজটি দুর্বল হয়ে পড়ে। দুই মাস আগে ব্রিজের কিছু অংশ ভেঙে পড়ে। এতে ব্রিজের রড দেখা যায়। রেলিং বিহীন ভাঙা ব্রিজটি যেন ব্রিজের কংকাল হয়ে দাঁড়িয়ে আছে। এই ব্রিজের ওপর দিয়ে কৃষ্ণপুর,তপৈয়া, মনপাল, রাজাপুরের লোকজন পাশের ষোলদনা, পলকট, মামিশ^র, আতাকরা, দীঘধাইর, নাড়িদিয়াসহ বিভিন্ন গ্রামে যাতায়াত করেন। এছাড়া খিলা গণউদ্যোগ বালিকা বিদ্যালয়,বারাকাতবাগ দাখিল মাদ্রাসা,উত্তরদা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই পথে চলাচল করেন। এবার বোরো মৌসুমে ধান কেটে বাড়িতে নিতে কৃষকদের দুর্ভোগে পড়তে হয়।
গ্রামের বাসিন্দা ওবায়দুল হক মজুমদার,লতিফুর রহমান খোকন,সামছুল হুদা,অহিদুল ইসলাম বলেন, এই ব্রিজের ওপর দিয়ে ১০-১২গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ চলাচল করে। ব্রিজটি ২মাস ধরে ভেঙে পড়ে আছে। এনিয়ে কর্তৃপক্ষের কোন নজর নেই। আমরা ভাঙা ব্রিজটির স্থানে নতুন ব্রিজ স্থাপনের দাবি জানাচ্ছি।
লাকসাম উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান বলেন,মনপালে ব্রিজ ভেঙে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। এবিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। 















সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ‘জুলাই সমাবেশ’ আজ
এ সরকারের হাতে দেশের ভূখণ্ডনিরাপদ নয়
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন
দুই মাস ভেঙে পড়ে আছে ব্রিজ, চলাচলের দুর্ভোগে ১০গ্রামের মানুষ
কুমিল্লায় ঘুষ ছাড়াই নিয়োগ পেলেন ৭৫ কনস্টেবল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি অনুমোদন
কুমিল্লায় বালক- বালিকাদের সাতার প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন
জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা জেলার সাংগঠনিক প্রস্তুতি সভা
কুমিল্লায় কৃষি উদ্যোক্তা বাছাই কর্মশালা অনুষ্ঠিত
অসম্পূর্ণ খননে নষ্ট হচ্ছে প্রত্নসম্পদ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২