অনলাইনে
শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত থেকে ‘নাশকতার পরিকল্পনা’র
অভিযোগে কুমিল্লার এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত
অ্যাডভোকেট রেজাউল করিম জেলার বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস
চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।মঙ্গলবার দিবাগত
রাত ১২ টার দিকে কুমিল্লা নগরীর একটি বাসা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ
তাকে গ্রেফতার করে। পরদিন বুধবার (১৪ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে
কারাগারে প্রেরণ করা হয়।
অ্যাডভোকেট রেজাউল করিমকে গ্রেফতার ও কারাগারে
প্রেরণের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
এর আগে একই অভিযোগে কুমিল্লা
মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে
গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে শেখ হাসিনার সাথে অনলাইন বৈঠকে যুক্ত থেকে
‘নাশকতার পরিকল্পনা’ করার অভিযোগে কুমিল্লায় দুইজনকে গ্রেফতারের তথ্য পাওয়া
গেলো।
অ্যাডভোকেট রেজাউল করিমের বিষয়ে পুলিশ সূত্র জানায়, গত বছরের
জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলা ও
গুলির ঘটনায় এ বছরের ১০ ফেব্রুয়ারি আওয়ামী লীগ নেতার রেজাউল করিম গ্রেফতার
হয়েছিলেন। পরবর্তীতে জামিনে এসে সরকার বিরোধী কার্যকলাপ ও সম্প্রতি শেখ
হাসিনার সাথে ভার্চুয়ালি গ্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করেন তিনি। এই বৈঠকে
কুমিল্লার বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করা হয় বলে অভিযোগ করছে পুলিশ।
সে অভিযোগের প্রেক্ষিতেই মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে রেজাউল করিমকে
গ্রেফতার করা হয়।