বৃহস্পতিবার ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২
অধিনায়ক হিসেবে লিটন সব দিকে খুবই ভালো: সালাউদ্দিন
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ১:১০ এএম আপডেট: ১২.০৫.২০২৫ ১:৫২ এএম |

 অধিনায়ক হিসেবে লিটন সব দিকে খুবই ভালো: সালাউদ্দিন




বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব পদকে কঠিন হিসেবে বিবেচনা করা হয় কেন? এমন প্রশ্ন ছুটে গিয়েছিল সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কাছে।
রোববার (১১ মে) মিরপুরে অনুশীলনের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন বোঝনোর চেষ্টা করেন আসলেই অধিনায়কত্ব অনেক কঠিন।
তার ব্যখা, “বাংলাদেশ দলের অধিনায়ক আসলে পুরো দেশের অধিনায়ক। এটা আমাদের মানতে হবে। অনেকে হয়তো অনেককে অপছন্দ করেন, অনেক অধিনায়ককে দেখলে হয়তো মাথা গরম হয়ে যায়। কিন্তু বাংলাদেশ দলের অধিনায়কত্ব করাটা, বাইরে থেকে মনে হতে পারে অনেক সহজ। কিন্তু এটা অনেক কঠিন কাজ। এটার জন্য আমাদের সবারই আসলে সমর্থন করতে হবে।”
অন্য দেশগুলোর সঙ্গে তুলনা এলে সালাউদ্দিন বলেন, “আমরা সবাই মিলে পারফর্ম করি না। এটা অনেক বড় বিষয়। আমাদের যদি অনেক পারফর্মার থাকত, তাহলে কিন্তু অধিনায়কত্ব করাটা সহজ হয়ে যেত। আমাদের পারফরম্যান্সের ধারাবাহিকতা নেই। সেটা আমরা স্বীকার করে নিচ্ছি। এটা বড় ধরনের চ্যালেঞ্জ।’’
সদ্য বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেয়েছেন লিটন দাস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সে দীর্ঘ সময় সালাউদ্দিনের  অধীনে খেলেছেন লিটন। দুজনের মধ্যে বোঝাপড়াও বেশ ভালো। অধিনায়ক হিসেবে লিটন কেমন জানতে চাইলে সালাউদ্দিন ভুল ভেঙে দেন গণমাধ্যমকর্মীদের।
“লিটনকে আমরা সবসময় একটু অন্যভাবে দেখি। কথা কম বলে দেখে অন্য রকম মনে করি। যারা কাছে থেকে মেশে, তাদের সেই ভুল ধারণা থাকে না। একসময় সাকিবকে নিয়ে এই ভুল ধারণাটা ছিল। বাইরে থেকে মনে হতে পারে যে, তারা হয়তো অনেক কিছুই ঠিক মতো করে না। তবে একজন সতীর্থ ও অধিনায়ক হিসেবে যা কিছু করার, তার চেয়ে বেশিই সে করে।”
নিয়মিত অধিনায়ক হিসেবে লম্বা সময় দায়িত্ব পালন না করলেও লিটনের ঝুলিতে আছে ভারত সিরিজ জয়ের মতো বড় কীর্তি। তার ভূয়সী প্রশংসা করেন গুরু সালাউদ্দিন।
“অধিনায়কত্বের যেসব গুণ দরকার, যেভাবে দলকে এগিয়ে নেওয়া দরকার, কৌশলগত বলেন, সব দিকেই সে খুবই ভালো। চেষ্টা করছে দলটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়। একজন অধিনায়কই দলটা চালাবে। আমরা যারা পাশে আছি, তাকে সমর্থন দিতে হবে, সেই স্বাধীনতা দিতে হবে। তাহলে সে ভালো করবে।”
“অধিনায়ক হিসেবে লিটনের শক্তির জায়গা যদি বলেন, সে খুব ভালো ট্যাকটিশিয়ান। বোলারের শক্তি সম্পর্কে তার ভালো আইডিয়া আছে। প্রতিপক্ষ সম্পর্কে সে খুব ভালো বিশ্লেষণ করে। টি-টোয়েন্টিতে কীভাবে ফিল্ড সেট-আপ করতে হবে, খেলাটা এগিয়ে নিতে হবে, ব্যাটিংটাও এগিয়ে নিতে হবে, সেটা সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। উইকেট বলেন, বোলার সামলানো বলেন, দল সামলানো বলেন, সবকিছুই তার ভালো আছে।”
অধিনায়ক লিটন থেকেও আলোচনায় সবচেয়ে বেশি তার অফ-ফর্ম। সালাউদ্দিনের বিশ্বাস সেটি দ্রুত কাটিয়ে উঠবেন লিটন।
“দুর্বলতার কথা যদি বলেন, এখন যেহেতু কিছু দিন সে রান করেনি। এটা হয়তো আপাতত তার দুর্বলতা আছে। তবে আমি মনে করি সে এটা থেকে বেরিয়ে আসবে।”














সর্বশেষ সংবাদ
অসম্পূর্ণ খননে নষ্ট হচ্ছে প্রত্নসম্পদ
চবিতে ‘ডি লিট’ নিলেন ইউনূস, নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখালেন ড. ইউনূস
শেখ হাসিনার সঙ্গে অনলাইন বৈঠকের অভিযোগে কুমিল্লার আরেক আ.লীগ নেতা গ্রেপ্তার
পুশইনের বিষয়ে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে: কুমিল্লা সেক্টর কমান্ডার
জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা জেলার সাংগঠনিক প্রস্তুতি সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়ছে ‘স্ক্যাবিস’
শেখ হাসিনার সঙ্গে অনলাইন বৈঠকের অভিযোগে কুমিল্লার আরেক আ.লীগ নেতা গ্রেফতার
কুমিল্লায় প্রবাসীর ঘর থেকে ২০০ কেজি গাঁজা জব্দ, মা-মেয়ে আটক
ওএসডির পর কুমিল্লা সিটির প্রধান নির্বাহীকে তাৎক্ষণিক অবমুক্ত
কুমিল্লায় ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী তাহের কারাগারে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২