প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১:৩৩ এএম আপডেট: ১৩.০৫.২০২৫ ২:২৫ এএম |
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতেছে কক্সবাজার জেলা ফুটবল দল।
রবিবার (১১ মে) বিকেলে দর্শকপূর্ণ কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে স্বাগতিক কক্সবাজার ১-০ গোলে কুমিল্লা জেলা দলকে পরাজিত করে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে। দলের জয়সূচক একমাত্র গোলটি করেন ১৯ নম্বর জার্সিধারী স্ট্রাইকার আমীর হাকিম বাপ্পি। ম্যাচের ৪৪তম মিনিটে কুমিল্লার ডি-বক্সের বাইরে থেকে নেয়া তাঁর শক্তিশালী শটে গোলটি হয়।দ্বিতীয়ার্ধে কুমিল্লা সমতাসূচক গোলের জন্য মরিয়া চেষ্টা চালালেও কক্সবাজারের মনির, মিনহাজ ও হেলালের নেতৃত্বে গড়া রক্ষণভাগ তা ব্যর্থ করে দেয়। বরং ম্যাচের শেষ দিকে বদলি খেলোয়াড় সাইফ এককভাবে গোলরক্ষকের মুখোমুখি হলেও গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আবদুর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। এ সময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিব এবং জেলা ক্রীড়া অফিসার ও ডিএসএ সদস্য সচিব মো. আলাউদ্দিন। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি তুলে দেন।
চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক সাঈদী “ম্যান অব দ্য টুর্নামেন্ট” এবং মিডফিল্ডার কৌশিক বড়ুয়া “ম্যান অব দ্য ফাইনাল” নির্বাচিত হন।