মঙ্গলবার ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২
ভুটানে ম্যাচসেরা কৃষ্ণা
প্রকাশ: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ১:৩৩ এএম আপডেট: ১৩.০৫.২০২৫ ২:২৫ এএম |




  ভুটানে ম্যাচসেরা কৃষ্ণা

সানজিদাদের থিম্পু সিটির মতো ভুটানের নারী লিগে শুভ সূচনা করেছে কৃষ্ণা, মাসুরা ও রুপ্নার ট্রান্সপোর্ট ইউনাইটেডও। আজ নিজেদের লিগের প্রথম ম্যাচে ৮-০ গোলে অনূর্ধ্ব-১৭ গ্যালফু একাডেমিকে পরাজিত করে। আট গোলের মধ্যে তিন গোলই বাংলাদেশের দুই ফুটবলারের। জোড়া গোল করেছেন কৃষ্ণা রাণী সরকার ও এক গোল মাসুরা পারভীনের। গোল হজম না করার কৃত্তিত্বও বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমার। ম্যাচ সেরা হয়েছেন কৃষ্ণা রাণী সরকার।
সাবিনা খাতুনের পর বাংলাদেশ জাতীয় ফুটবলে দলে সিনিয়র ও সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়ের নাম ছিল কৃষ্ণা রাণী সরকার। ২০২২ সালে প্রথম সাফ জয়ে কৃষ্ণার অবদান ছিল অনেক। সেই কৃষ্ণা ২০২৩-২৪ সাল কাটিয়েছেন ইনজুরির সঙ্গে লড়াই করে। ২০২৪ সালের সাফে শুধু পাকিস্তান ম্যাচে খেলেছিলেন ১২ মিনিট। সাত মাস পর আজ আবার প্রতিযোগিতামূলক ম্যাচ নেমেই ম্যাচ সেরা। তাই তার একটু বাড়তি উচ্ছ্বাস, 'এখন আমি সম্পূর্ণ ফিট। অনেক দিন পর পুরো ৯০ মিনিট খেললাম। দুটো গোল করেছি। আরো সুযোগ মিস করেছি। এজন্য খারাপ লাগছে।'
কৃষ্ণা ৯০ মিনিট খেললেও বাংলাদেশের ডিফেন্ডার মাসুরা পারভীন প্রথমার্ধের পর নেমেছিলেন। তিনি নেমেই এক গোল করেছেন। ভুটান নারী ফুটবলে বাংলাদেশের চেয়ে পিছিয়ে। তাদের ঘরোয়া লিগের মান তুলনামূলক ভালোই বললেন কৃষ্ণা, 'নারী লিগের মান ভালোই। আমরা দশ জন বাংলাদেশি যেমন তিন ক্লাবে আছি তেমনি ভারত, নেপাল ও অন্য দেশের খেলোয়াড়রাও আছে। ক্লাবগুলোর অনুশীলনের মানও ভালো।'
বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও সুমাইয়া খেলছেন পারো এফসিতে। তাদের প্রথম খেলা ১৫ মে। থিম্পু এবং ট্রান্সপোর্ট ইউনাইটেডে বাংলাদেশের ফুটবলাররা ভালো পারফরম্যান্সই করেছেন।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ২৭ মে জর্ডানের উদ্দেশ্যে রওনা হবে। এর আগে বৃটিশ কোচ পিটার বাটলার ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করবেন। বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ১০ ফুটবলার রয়েছেন ভুটানে। সেই দশ জনের মধ্যে কয়জন বাটলারের দলে ডাক পান সেটাই দেখার বিষয়।















সর্বশেষ সংবাদ
কুমিল্লায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত
কুমিল্লায় বাড়ছে নারী ও শিশু নির্যাতন মামলা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত
বরুড়ায় এক দিনে ১৫ ইউনিয়নে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি কমিটি গঠন
কুমিল্লায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত
৩৭ ডিগ্রি তাপমাত্রায় হাঁসফাঁস কুমিল্লা
হোটেল কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দেয় বাবুর্চি
কুমিল্লা সিটির বর্ধিত সেবামূল্য স্থগিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২