বৃহস্পতিবার ১৫ মে ২০২৫
১ জ্যৈষ্ঠ ১৪৩২
সার্চ কমিটির মেয়াদ শেষ, ক্রীড়াঙ্গনে কতটুকু সংস্কার হলো?
প্রকাশ: সোমবার, ১২ মে, ২০২৫, ১:১০ এএম আপডেট: ১২.০৫.২০২৫ ১:৫২ এএম |

 সার্চ কমিটির মেয়াদ শেষ, ক্রীড়াঙ্গনে কতটুকু সংস্কার হলো?


ক্রীড়াঙ্গন সংষ্কারের লক্ষ্যে ২৯ আগস্ট গঠিত হয়েছিল সার্চ কমিটি। সেই অফিস আদেশে ২ মাসের মধ্যে সরকারের কাছে সংস্কার প্রস্তাব পেশ করার ডেডলাইন ছিল। পাচ সদস্যের সেই কমিটি ১ অক্টোবর এক সদস্য রদবদল হয়। ১ অক্টোবরের অফিস আদেশে কোনো সময়সীমা ছিল না। ২০ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০ এপ্রিলের মধ্যে সার্চ কমিটির কাজ সম্পন্ন করার একটি চিঠি দেয়। এরপর মন্ত্রণালয় আরেক চিঠিতে ১০ মে পর্যন্ত সার্চ কমিটির মেয়াদ বাড়িয়েছিল। গতকাল যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া জানিয়েছেন এই কমিটির মেয়াদ আর বাড়ছে না।
সার্চ কমিটির মেয়াদ শেষ হওয়ায় এখন ক্রীড়াঙ্গনে আলোচনা চলছে ক্রীড়াঙ্গন সংষ্কার কতটুকু হলো? সার্চ কমিটির আহ্বায়ক সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জোবায়েদুর রহমান রানা এই প্রসঙ্গে বলেন, 'ফেডারেশনের কমিটি গঠনের প্রস্তাবনা আমরা সম্পূর্ণ করেছি। যে ফেডারেশনগুলো কমিটি বাকি রয়েছে সেগুলোর তালিকা আমরা আগামীকাল ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে হস্তান্তর করব। এর মধ্য দিয়ে কমিটি গঠনের কর্মকান্ড শেষ হবে।'
দেশের ক্রীড়া ফেডারশেন/এসোসিয়েশনের সংখ্যা ৫৫। ফুটবল, ক্রিকেট বাদে বাকি ৫৩ ফেডারেশন নিয়ে কাজ করেছে সার্চ কমিটি। ইতোমধ্যে ২৮ ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠন হয়েছে। শুটিং ফেডারেশন প্রক্রিয়াধীন রয়েছে। বাকি ২৪ ফেডারেশনের অ্যাডহক কমিটির প্রস্তাবনা আগামীকাল ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে উপস্থাপন করবে সার্চ কমিটি।
সার্চ কমিটি গঠনের অফিস আদেশে ছিল জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ আলোকে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া ও প্রতিনিধি মনোনয়ন পর্যালোচনা করে প্রতিবেদন পেশ। কারণ গঠনতন্ত্রের দুর্বলতার ব্যবহারে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পৃক্ত নন অনেকে অনেক ফেডারেশনের পদে বসেন। আবার ক্রীড়াঙ্গনের অনেক পুরোনো লোকও গঠনতন্ত্রের বাধ্যবাধকতা না থাকায় পদ ছাড়েন না। এই বিষয়গুলো পর্যালোচনার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা পর্যালোচনাও ছিল সার্চ কমিটির কার্য পরিধিতে। এই বিষয়ে এখনো সরকার/ ক্রীড়া মন্ত্রণালয়কে কোনো সুপারিশ বা প্রস্তাবনা দিতে পারেনি সার্চ কমিটি।
গঠনতান্ত্রিক বিষয়ে সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা বলেন, 'অফিস আদেশে মূলত গঠনতন্ত্র ও নীতিমালা পর্যালোচনা করে সুপারিশ থাকলেও পরবর্তীতে কমিটি গঠনের কাজও করতে হয়েছে। কমিটি গঠনের পাশাপাশি ৫৩ ফেডারেশনের গঠনতন্ত্র নিয়ে আমাদের কাজ করা আছে। বলা যায় গঠনতন্ত্র সম্পর্কিত ৬০ শতাংশ কাজই আমরা করে রেখেছি। গঠনতন্ত্র নিয়ে জেলা-বিভাগীয় কমিটিগুলোর সঙ্গে বসতে চেয়েছিলাম। এখনো সব জেলায় কমিটি না হওয়ায় সেটা সম্ভব হয়নি। সকলের মতামতের ভিত্তিতে আমরা করতে চেয়েছিলাম, কারো উপর চাপিয়ে দেয়া নয়।'
ফেডারেশনে অ্যাডহক কমিটির মাধ্যমে মুখের বদল হয়েছে। সুনির্দিষ্ট নীতিমালা বা গঠনতন্ত্র পরিবর্তন না হলে ক্রীড়াঙ্গনের স্থায়ী পরিবর্তন আসবে না। তাই সার্চ কমিটি কিছু বিষয় নিজেদের প্রস্তাবনায় রেখেছেন। 'সভাপতি-সেক্রেটারি গুরুত্বপূর্ণ দুই পদে একই ব্যক্তি দুইয়ের অধিক নয়। এটার পাশাপাশি আমরা অন্য পদেও দুই বারের বেশি নয়। যেমন কেউ দুই বার সদস্য থাকলে তাকে যুগ্ম সম্পাদক আবার কেউ দুই বার যুগ্ম সম্পাদক থাকলে সাধারণ সম্পাদক বা সহ-সভাপতি অন্য পদে নির্বাচন করতে হবে’, বলেন সার্চ কমিটির আহ্বায়ক। ফেডারেশনগুলোতে নির্বাহী কমিটিতে ৭৩ বছরের বেশি কেউ কোনো পদে থাকতে পারবেন না এমন ভাবনাও রয়েছে কমিটির।
এগুলো এখন তাদের ভাবনা-আলোচনা পর্যায়ে। পূর্ণাঙ্গ না হওয়ায় এবং কমিটির মেয়াদ শেষ হওয়ায় জমা দিতে পারছেন না। ফলে এই বিষয়ে অসম্পূর্ণতা রয়েই গেল, 'যুব ও ক্রীড়া মন্ত্রণালয় যদি চায় আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি। আর যদি তারা নিজেরাই করতে চায় সেটাও পারে। আমাদের সহায়তা চাইলে করব।'
যুব ও ক্রীড়া উপদেষ্টা গতকাল সাতার কমপ্লেক্সে বলেছেন, 'গঠনতন্ত্র ও স্ট্রাকচারাল রিফরমেশন  করতে হবে। সেটা হয়তো এনএসসি থেকে ঐ সংক্রান্ত একটা কমিটি করে কাজ করব।' সেই কমিটির কি নাম এবং কাদের নিয়ে হবে সেটা নিয়ে কৌতুহল রয়েছে ক্রীড়াঙ্গনের। আট মাস পেরিয়ে গেলেও এখনো সকল ফেডারেশন পুর্নগঠন হয়নি। গঠনতন্ত্র/নীতিমালা সংস্কার প্রস্তাব ও বাস্তবায়নে কত সময় লাগবে সেটা বড় ধরনের প্রশ্নই।












সর্বশেষ সংবাদ
অসম্পূর্ণ খননে নষ্ট হচ্ছে প্রত্নসম্পদ
চবিতে ‘ডি লিট’ নিলেন ইউনূস, নতুন পৃথিবী গড়ার স্বপ্ন দেখালেন ড. ইউনূস
শেখ হাসিনার সঙ্গে অনলাইন বৈঠকের অভিযোগে কুমিল্লার আরেক আ.লীগ নেতা গ্রেপ্তার
পুশইনের বিষয়ে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে: কুমিল্লা সেক্টর কমান্ডার
জাতীয় নাগরিক পার্টি কুমিল্লা জেলার সাংগঠনিক প্রস্তুতি সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়ছে ‘স্ক্যাবিস’
শেখ হাসিনার সঙ্গে অনলাইন বৈঠকের অভিযোগে কুমিল্লার আরেক আ.লীগ নেতা গ্রেফতার
কুমিল্লায় প্রবাসীর ঘর থেকে ২০০ কেজি গাঁজা জব্দ, মা-মেয়ে আটক
ওএসডির পর কুমিল্লা সিটির প্রধান নির্বাহীকে তাৎক্ষণিক অবমুক্ত
কুমিল্লায় ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টার মামলায় ব্যবসায়ী তাহের কারাগারে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২