কুমিল্লা
নগরীর শ্রী শ্রী রাজ রাজেস্বরী কালীবাড়ীতে ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায়
ভগবতী পেড়া ভাণ্ডারের সত্তাধিকারী, কুমিল্লার সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের
বিশিষ্টজন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা
শাখার উপদেষ্টা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এডভোকেট কিরণময় দত্ত ঝুনুকে
শেষ বিদায় জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। শনিবার (১০ মে) সকাল সাড়ে
দশটায় কালীবাড়ীতে কিরণময় দত্ত ঝুনুর মরদেহ আনা হলে জেলা পুলিশের একটি চৌকস
দল গার্ড অব অনার প্রাদান করেন।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল
শ্রদ্ধা নিবেদন করেন সিনিয়র সহকারী কমিশনার শাহাদাত হোসেন, বাংলাদেশ
মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল
আহাম্মেদ বাবুল, কুমিল্লা বারের সাবেক সভাপতি সৈয়দ আবদুল্লাহ পিন্টু,
কুমিল্লা জেলার সাবেক জিপি গর্ভনমেন্ট আইনজীবী তপন বিহারী নাগ, নাট্যজন
শাহাজাহান চৌধুরী।
এছাড়াও ফুলেল শ্রদ্ধা জানান, বাংলাদেশ
হিন্দু-বৌদ্দ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা ও মহানগর শাখা, শ্রী শ্রী
জগন্নাথ দেবের মন্দির, ইসকন, মহেশ চ্যারিটেবল ট্রাস্ট মহেশাঙ্গণ, শ্রী
শ্রী রাজ রাজেশ্বরী কালীমাতা মন্দির, কুমিল্লা জেলা মিষ্টি মালিক সমিতি,
স্বর্ণ কুটির ডেভেলপার্স, চাঁন্দমনি রক্ষা কালী মন্দির, মৃণালিনী দত্ত
ছাত্রী নিবাস সহ সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠন ও জনসাধারণ।
এসময়
মহেশাঙ্গণ চ্যারিটেবল ট্রাস্টের ট্রাস্টি শ্যামল সাহা, কুমিল্লা মহানগর
বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান
মাহমুদ ওয়াসিম, কুমিল্লা জেলা ঐক্য পরিষদের উপদেষ্টা অমৃত লাল দত্ত, সভাপতি
চন্দন রায়, সাধারণ সম্পাদক তাপস বকসী, এডভোকেট আতিকুর রহমান আব্বাসী,
সাংবাদিক অশোক বড়ুয়া, মহানগরের আহবায়ক কমল চন্দ খোকন, পূজা উদযাপন পরিষদের
সভাপতি অমল দত্ত, সহ-সভাপতি কানাই নাগ, সাধারণ সম্পাদক অচিন্ত দাস টিটু,
জগন্নাথপুর জগন্নাথ মন্দিরের সেক্রেটারি রুপ চন্দ্র শেন দাস, গ্রন্থাগার
সম্পাদক অজয় সাহা, প্রচার সম্পাদক রিঙ্কু ঘোষ, সদস্য দিলীপ মজুমদার, বিজয়
সাহা, এডভোকেট তাপস চন্দ্র সরকার, ছাত্র ঐক্য পরিষদের উল্লাস দে সহ আরো
অনেকে উপস্থিত ছিলেন।
পরে দুপুর ২ ঘটিকার সময় কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া মহাশ্মশানে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
এর
আগে গত শুক্রবার (৯ মে) রাত ৯টা ৪৫মিনিটে নিজ বাসভবন মনোহরপুর (সোনালী
স্কয়ারে) মারা যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কিরণময় দত্ত ঝুনু। মৃত্যুকালে
তার বয়স হয়েছিল ৮০ বছর।