ইউরোপিয়ান
এসোসিয়েশন ফর দি স্টাডি অব দি লিভার সম্মেলনে যোগ দিচ্ছেন কুমিল্লা
মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ ডা:মোহাম্মদ ইজাজুল
হক। বিশ্ব হেপাটাইটিস এলাইয়েন্সের আয়োজনে নেদারল্যান্ডসের রাজধানী
আমস্টারডামে আগামী ৯ মে অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে বুধবার
তিনি ঢাকা ত্যাগ করেন। তিনি কুমিল্লা লিভার ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি
হিসেবে ২০১৭ সাল থাকে কুমিল্লা জেলার সকল উপজেলায় লিভার রোগের বিনামুল্যে
চিকিৎসা সেবা প্রদান করেন। সেই সুবাদে তিনি বিশ্ব হেপাটাইটিস এলাইয়েন্সের
স্বীকৃতি স্বরুপ সদস্যপদ লাভ করেন।
উল্লেখ্য-বিশ্ব থেকে ২০৩০ সালের
মধ্যে হেপাটাইটিস নির্মুল করার প্রতিশ্রুতি নিয়ে এই হেপাটাইটিস সম্মেলন
অনুষ্ঠিত হতে যাচ্ছে। -প্রেস বিজ্ঞপ্তি।