নিজস্ব প্রতিবেদক।।
জাতীয়
কবি কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান এবছর কুমিল্লার
দৌলতপুরে অনুষ্ঠিত হবে। আগামী ২৫ মে কবির ১২৬ তম জন্মবার্ষিকীর জাতীয়
অনুষ্ঠানটি হবে কবির স্মৃতিবিজড়িত স্থান কবির প্রথম স্ত্রী নার্গিস আসার
খানমের জন্মভূমি কুমিল্লার মুরাদনগর উপজেলার কবিতীর্থ দৌলতপুরে। এবিষয়ে
সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার। আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি
রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৪তম জন্মবার্ষিকী এবং ১১ জৈষ্ঠ্য জাতীয় কবি কাজী
নজরুল ইসলাম এর ১২৬ তম জন্মবার্ষিকী
উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভায় কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার এসব কথা জানান।
মঙ্গলবার
(৬ মে) দুপুরে কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে জেলা প্রশাসকের সম্মেলন
কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল
কায়ছার। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ
কুমার বড়ুয়ার সঞ্চালনায়
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যক্ষ শান্তিরঞ্জন ভৌমিক, প্রবীন
সাংবাদিক আবুল হাসানাত বাবুল, ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনু, কুমিল্লার
কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, সাংবাদিক অশোক বড়ুয়া, টাউন হলেরে এডহক
কমিটির সদস্য সাজ্জাদুল কবীর, নজরুল ইন্সটিটিউট কুমিল্লা কেন্দ্রের
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমীন, সাংবাদিক শাহাজাদা এমরান, ঐতিহ্য
কুমিল্লার সভাপতি ও সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, জাসাস নেতা নাসির
উদ্দিন, সাবেক কালচারাল অফিসার মোঃ বশিরুল আনোয়ার, চলচ্চিত্র মঞ্চের
প্রতিষ্ঠাতা খায়রুল আনাম রায়হান, এবি পার্টির কুমিল্লা মহানগর শাখার আহবায়ক
গোলাম মোহাম্মদ সামদানী, সংগীত শিল্পী ইশতিয়াক আহমেদ পল্লব, আবৃত্তি
শিল্পী মাহতাব সোহেল, দৌলতপুরের নজরুল নিকতনের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন
মিজানুর রহমান, মোঃ এস কে আশিক মিয়া প্রমূখ।
উল্লেখ্য যে, সভার শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষেও আলোচনা করা হয়।
এদিকে
সভায়, মুরাদনগরের দৌলতপুরের যোগাযোগ ব্যবস্থা অনুন্নত এবং এটি গ্রামীণ
জনপদ উল্লেখ করে কেউ কেউ জাতীয় অনুষ্ঠানটি কুমিল্লা শহরে করার পক্ষে সভায়
মতামত প্রকাশ করলেও অনুষ্ঠানটি দৌলতপুরে হওয়ার পক্ষে যুক্তি উপস্থান করেও
বক্তব্য দেন অনেকেই।
নজরুল গবেষক অধ্যক্ষ শান্তিরঞ্জন ভৌমিক, সাংবাদিক
আবুল হাসানাত বাবুল, সাংবাদিক আবুল কাশেম হৃদয় বলেন, দৌলতপুর কুমিল্লার
বাইরে নয় এবং তারা জাতীয় অনুষ্ঠানের জন্যে দৌলতপুরকে নির্বাচন করায়
অন্তরবর্তী সরকার ও সংশ্লিষ্টদের ধন্যবাদ দেন।
এসময় কুমিল্লার বিভিন্ন সরকারী দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক, সামিাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
জেলা
প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন, বিগত ৫ বছরের অনুষ্ঠানগুলো মূল্যান করে
এবছর জাতীয় কবির ঐতিহাসিক স্বাক্ষী দৌলতপুরেই জাতীয় অনুষ্ঠানটি করার
সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানটি সফল ভাবে সম্পন্ন করতে জেলা
প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন অঙ্গণের প্রতিনিধিদের সমন্বয়ে উপ-কমিটি
গঠন করা হবে। এছাড়াও জাতীয় অনুষ্ঠানের একদিন দৌলতপুরে অনুষ্ঠিত হলেও পরের
দুইদিন কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে।
এসময় কুমিল্লার
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তৌহিদুল ইসলাম, কুমিল্লার
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল, কুমিল্লার জেলা কালচারাল
অফিসার মোহাম্মদ ফয়েজ উল্লাহ, সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সভাপতি
অধ্যাপক নিখিল চন্দ্র রায়, বিশিষ্ট সমাজকর্মী শাহ্ মোঃ আলমগীর খান,
থিওসফিক্যাল সোসাইটির সদস্য সচিব চন্দন দাস, দৌলতপুরের নজরুল নিকতনের মোঃ
সাইফুর রহমান বকুল, মোঃ বাবলু আলী খান, মোঃ শফিকুল ইসলাম, এনসিপি নেতা মোঃ
শফিকুল ইসলাম, মোঃ আরিফ মাহমুদ জুয়েল প্রমূখ।