স্টাফ
রিপোর্টার: কুমিল্লায় ইসলাম, নারী সমাজ ও উম্মাহর করণীয় শীর্ষক সেমিনার
অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১জুন) সকাল ৯টা থেকে কুমিল্লা রাণীর বাজার জামিয়া
রশীদিয়া আযিযুল উলূম মাদরাসা মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত
সেমিনারের আলোচ্য বিষয় ছিল "ইসলাম, নারীসমাজ ও উম্মাহর করণীয়"।
রাণীরবাজার
মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মুনির হোসেনের সভাপতিত্বে সেমিনারে
উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সভাপতি আল্লামা নূরুল
হক।
সেমিনারের প্রধান আলোচক ছিলেন গবেষক আলেম ও বিশিষ্ট লেখক মাওলানা
শরীফ মুহাম্মদ। এছাড়াও সারগর্ভ আলোচনা করেন বিশিষ্ট আলোচক ও গবেষক মাওলানা
মুসা আল হাফিজ।
রানীর বাজার মাদরাসার শিক্ষা সচিব মুফতী শোয়াইব কাসেমীর
পরিচালনায় সেমিনারে উপস্থিত ছিলেন কাসেমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম
মাওলানা আব্দুল কুদ্দুস, রাণীর বাজার মাদরাসার শাইখুল হাদীস মাওলানা আব্দুল
বারী, নায়েবে মুহতামিম মাওলানা নোমান আহমদ, মাওলানা মুফীজুল ইসলাম, মুফতী
মুহিব্বুল্লাহ ক্বাসেমী, মুফতী জিয়াউদ্দিন, মাওলানা ফাহিম আহমদ আজহারী,
মাওলানা সাখাওয়াত রাহাত, মুফতী রফিকুল ইসলাম, মাওলানা হাসান আব্দুল্লাহ,
মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা শাহজালাল, মাওলানা মোবারক কারীম প্রমুখ।