মঙ্গলবার ২০ মে ২০২৫
৬ জ্যৈষ্ঠ ১৪৩২
জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন
প্রকাশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৬:৪৪ পিএম |

জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিনজুলাই আন্দোলন-কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় এনামুল হক হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (২০ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত জামিন মঞ্জুর করেন। এর আগে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করে। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন।

জামিন পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন মিডিয়ার অনেকেই। কারাগার থেকে মুক্তি পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন নুসরাত ফারিয়াও। ফেসবুকে একটি অ্যাডমিন পোস্টের মাধ্যমে নুসরাত ফারিয়া মঙ্গলবার বেলা সাড়ে ৪টা নাগাদ বলেন, ‘জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।’ 


এমন সময়ে পাশে থাকবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সবার প্রতি। বলেছেন, ‘এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদের মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকি আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন, তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না।’ 

এরপর বিশেষ ধন্যবাদ জানালেন গণমাধ্যমকর্মীদের প্রতি। এই নায়িকা-গায়িকা বলেন, ‘বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে। তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখবো আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।’ 

বলা দরকার, গত ১৮ মে থাইল্যান্ড যাওয়ার পথে নুসরাত ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করে গ্রেফতার দেখায় পুলিশ। গতকাল তাকে কারাগারে পাঠায় আদালত। একইসঙ্গে জামিন শুনানির জন্য ২২ মে নির্ধারণ করে। কিন্তু আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্পেশাল শুনানি করে জামিন মঞ্জুর করেন। 

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৯ জুলাই ভাটারা থানাধীন এলাকায় জুলাই আন্দোলনে অংশ নেন এনামুল হক। এদিন আসামিদের ছোড়া গুলি ভুক্তভোগী পায়ে লাগে। পরে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসা শেষে সুস্থ হয়ে এ বছরের ৩ মে মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১৭ শিল্পীসহ ২৮৩ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এ মামলায় নুসরাত ফারিয়া এজাহারনামীয় ২০৭ নম্বর আসামি। মামলায় তাকে আওয়ামী লীগের অর্থের ‘জোগানদাতা’ হিসেবে উল্লেখ করা হয়েছে।












সর্বশেষ সংবাদ
আমাকে আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে: ইশরাক ইস্যুতে আসিফ মাহমুদ
জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি
জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন
স্টারলিংকের সংযোগ কীভাবে পাবেন, কোথায় ব্যবহার করতে পারবেন
ঈদের ছুটিতেও খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘বিএনপির কাছে ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্ছিত হবেন হাসনাত আবদুল্লাহ’
কুমিল্লায় আজ উৎসবে মাতবেন দুই সহস্রাধিক মেধাবী শিক্ষার্থী
‘ক্ষমা না চাইলে কুমিল্লায় অবাঞ্চিত হতে পারেন হাসনাত আবদুল্লাহ’
কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাংচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা
কুমিল্লা সদর উপজেলার ৪ নং আমড়াতলী ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২