আন্তর্জাতিক
শ্রমিক দিবস উপলক্ষে কুমিল্লা মহানগরীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন
আয়োজন করে বর্ণাঢ্য র্যালি, শ্রমিক সমাবেশ ও সেবামূলক কর্মসূচি।
বৃহস্পতিবার (১মে) সকাল থেকে টমছমব্রিজ, বাদশা মিয়া বাজার, পুলিশ লাইন,
আদালত চৌমুহনী ও চকবাজার হয়ে বর্ণাঢ্য র্যালি টাউন হল মাঠে গিয়ে সমাবেশে
যুক্ত হয়। সেখানে অনুষ্ঠিত হয় এক বিশাল শ্রমিক সমাবেশ।
সমাবেশে
সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি
অধ্যাপক রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয়
কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর বাংলাদেশ শ্রমিক কল্যাণ
ফেডারেশন উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ বলেন, “ইসলামি শ্রমনীতি হলো শ্রমিক
সমস্যার একমাত্র সমাধান। দলমতের ঊর্ধ্বে উঠে আল্লাহর আইন ও সৎ নেতৃত্ব
প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্য রাখেন
কেন্দ্রীয় সূরা সদস্য ও কুমিল্লা মহানগরের নায়েবে আমির এবং বাংলাদেশ শ্রমিক
কল্যাণ ফেডারেশন এর উপদেষ্টা মাস্টার মুসলেহ উদ্দিন, মহানগর সেক্রেটারি
মাওলানা মাহবুবুর রহমান, কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা
আখতারুজ্জামান, শ্রমিক নেতা মাস্টার শফিউল্লাহ, অফিস সম্পাদক মাইন উদ্দিন
ফরায়েজি, ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন ও মানবিক ড্রাইভার মহিউদ্দিন রিপন, এস এম
কলিমুল্লাহ,মাওলানা মতিউর রহমান, নুর হোসেন, মোঃ নুরুল আফসার,আব্দুর
রহিম,শ্রমিক নেতা বাবলু প্রমুখ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমানের সঞ্চালনায় সমাবেশ সম্পন্ন হয়।
শ্রমিক
সমাবেশের পাশাপাশি আয়োজন করা হয় এক ফ্রি মেডিকেল ক্যাম্প, যেখানে
সহস্রাধিক শ্রমিককে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এছাড়া পিকআপ
ভ্যানে করে বিশুদ্ধ সরবত সরবরাহ করে তৃষ্ণার্ত পথচারীদের পাশে দাঁড়ায়
সংগঠনটি।
নেতৃবৃন্দ বলেন, দিনব্যাপী এই আয়োজন শুধু শ্রমিক দিবস পালনের
আনুষ্ঠানিকতা নয়; বরং শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় একটি কার্যকর
উদ্যোগ। বক্তারা ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায্য ও
মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।