বৃহস্পতিবার ৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২
লাকসাম বাজার বণিক সমিতির কমিটি গঠন সভাপতি এড সুজন-সম্পাদক নুরুন্নবী
মোহাম্মদ আবদুর রহিম
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১:১১ এএম |


কুমিল্লার লাকসাম দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক কাউছার হামিদের নিকট এ কমিটি জমা দেয়া হয়। এর আগে লাকসাম উপজেলা পরিষদের (বিপুল ভোটে নির্বাচিত) সাবেক ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী এ কমিটি অনুমোদন করেন।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন লাকসামের বিশিষ্ট ব্যবসায়ী ও কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন (সালফিয়া ড্রিংকিং ওয়াটার), সাধারণ সম্পাদক মোঃ নূরুন্নবী (নূরুন্নবী স্টোর) ও সাংগঠনিক সম্পাদক মোঃ আসাদুজ্জামান ভুট্টু (সুরক্ষা সিটি)।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন- সহ-সভাপতি যথাক্রমে-মোঃ নূরে আলম (আলম কসমেটিকস), মোঃ আবুল কালাম ভূঁইয়া (কোহিনুর ফার্মেসী), খোরশেদ আলম তুহিন (হোম ডেকর), মোঃ নুর উদ্দিন মেম্বার (মোহাম্মদীয়া লাইব্রেরী), মিজানুর রশিদ (ওয়ার্ল্ড কানেকশন এন্ড কম্পিউটার), মোঃ মহিউদ্দিন (মহিউদ্দিন ফার্নিচার এন্ড সেনেটারী), সহ-সেক্রেটারি যথাক্রমে- ডা. সালাউদ্দিন (আরাফাত ট্রেডার্স), মহিউদ্দিন মজুমদার ((নিউ নির্মাণ ট্রেডার্স), রফিকুল ইসলাম (আজাদ জুয়েলার্স), খোরশেদ আলম সেলিম (সুমাইয়া ট্রেডার্স), জাহাঙ্গীর আলম (আল্লাহর দান বাণিজ্যালয়), সহ-সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন বিপ্লব (ট্রাস্ট ফ্যাশন), অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ (ইসলামিয়া লাইব্রেরী), সহ্য সম্পাদক সাখাওয়াত হোসেন দুলু ইনসাফ এন্টারপ্রাইজ দপ্তর সম্পাদক আহসানুল্লাহ আনোয়ারা স্টিল সহোদপ্তর সম্পাদক শাহ আলম (শাহ আলম এন্ড সন্স) প্রচার সম্পাদক ফরিদ হোসেন ফরিদ এসএস), সহ-প্রচার সম্পাদক জামাল উদ্দিন (ঝিনুক বেকারি), ক্রীড়া সম্পাদক ইলিয়াস মাহমুদ তুহিন (নিশিকা বস্ত্রালয়), সহ-ক্রীড়া সম্পাদক আলমগীর হোসেন (মমতাজ এগ্রো), সাংস্কৃতিক সম্পাদক আবু জাফর (নিউ আরাফাত ট্রেডার্স), সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম (নার্গিস লাইমস এন্ড হার্ডওয়্যার), সমাজ কল্যাণ সম্পাদক মাহবুবুল আলম হেলাল (আজাদ লাইব্রেরী), সহ-সমাজ কল্যাণ সম্পাদক মিজানুর রহমান (মনোয়ারা ফার্মেসী), আপ্যায়ন সম্পাদক মনির হোসেন (আল-মদিনা সুইটস), সহ-আপ্যায়ন সম্পাদক আবুল কালাম (নাজ সুজ), ধর্ম বিষয়ক সম্পাদক আবু ইউসুফ (ফাইভ স্টার ভ্যারাইটিজ স্টোর), সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ মুরাদ (মৌলভী আব্দুল গফুর এন্টারপ্রাইজ)।
কমিটির সম্মানিত সদস্যদের মধ্যে রয়েছেন- নিজাম উদ্দিন (বিসমিল্লাহ স্টিল), কলিম উল্লাহ (আনোয়ারা এসএস), রুকন উদ্দিন (ইনফিনিটি ফ্যাশন), রাশেদুল ইসলাম (হোসেন হার্ডওয়্যার), মুতাসিম বিল্লাহ (বারাকাত স্টোর), মনিরুল ইসলাম (ইকরা আইটি), আলাউদ্দিন (বৈশাখী ট্রেডার্স), দিদারুল আলম (আইয়ুব মেশিনারী) কাউসার আলম (হক ট্রেডার্স), মোরশেদ আলম (মমতাজ এগ্রো), মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ ইলেকট্রিক), ইকবাল হাফিজ (গ্রীন লাইফ হসপিটাল), আব্দুল বাতেন (এবি লাইব্রেরী), ইসমাইল হোসেন (জাহান স্টিল), আবুল কালাম (বিসমিল্লাহ ইলেকট্রিক), শাহ পরান (হাজী ট্রেডার্স), সাইফুল ইসলাম (এমএম মান্নান ট্রেডার্স), মোহাম্মদ আলী (আলী স্টোর), আনোয়ার হোসেন (সালমান ষ্টোর) ও নুরুল আলম সুমন (কোহিনুর কসমেটিক্স)।
কমিটির নেতৃবৃন্দ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, আমরালাকসাম দৌলতগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সার্বিক কল্যাণে কাজ করব। ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকবো, ব্যবসায়ীদের যে কোন সমস্যার সমাধানে সচেষ্ট থাকব। ব্যবসায়ীরা যাতে চাঁদাবাজি বা পেশি শক্তির দ্বারা আক্রান্ত না হন এবং নির্বিঘ্নে বৈধভাবে ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যেতে পারেন সেই লক্ষ্যে আমরা কাজ করব ইনশাল্লাহ।
নেতৃবৃন্দ আরো বলেন, কিছুদিন আগে বিএনপিপন্থী লোকজন সাধারণ ব্যবসায়ীদের বাদ দিয়ে সম্পূর্ণ দলীয় দৃষ্টিকোণ থেকে কমিটি গঠন করেছে। আমরা একটি নির্বাচন চেয়েছি। তারা এটি উপেক্ষা করেছেন। এতে সাধারণ ব্যবসায়ীরা বঞ্চিত হয়েছেন। কোন দল এককভাবে ব্যবসায়ীদের কমিটি গঠন করতে পারে না। তাদের যুক্তি ছিল তাদের দলীয় লোকজন আমাদের গ্রহণ করতে রাজি নয়। আমরা ব্যবসায়ীদের স্বার্থে কমিটি গঠন করেছি।
শীঘ্রই ৪১টি শাখা কমিটি ঘোষণা করা হবে বলেও নেতৃবৃন্দ জানান।















সর্বশেষ সংবাদ
বন্ধের পথে কুমিল্লার দুই সরকারি হাসপাতালের আইসিইউ সেবা
কুমিল্লার আদালতে সাবেক মন্ত্রী তাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ান
জাতীয় কবির জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান এবার হবে দৌলতপুরে
পাওনা টাকার দ্বন্দ্বে ইজিবাইক চালককে হত্যা
এবার সাবেক রেলপথ মন্ত্রীর শ্বশুর বাড়িতে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় রাতের অন্ধকারে আক্রমণের শিকারএনসিপি নেতা জুয়েল
কুমিল্লার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান, দুটি সীলগালা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এর শ্বশুর বাড়িতে হামলা - ভাংচুর, লুটপাট
বন্ধের পথে কুমিল্লার দুই সরকারি হাসপাতালের আইসিইউ সেবা
কুমিল্লা ক্লাবের ড্রয়িং রুম উদ্বোধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২