বৃহস্পতিবার ৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২
চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ সফল করতে চৌদ্দগ্রামে যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১:১১ এএম |


চৌদ্দগ্রাম প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করা এবং ভোটের দাবিতে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফল করার লক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক হাজী আনোয়ারুল হক। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা টিম লিডার রিয়াদ হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভা টিম সমন্বয়ক আবু ইউসুফ, যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ খোরশেদ আলম মোল্লা। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম বাজারস্থ শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জামাল উদ্দিন মামুনের সভাপতিত্বে উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শাহনেওয়াজ মজুমদার ও পৌর যুবদলের সদস্য সচিব বদিউল আলম খাঁ নোমানের যৌথ সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিয়া মোঃ জোবায়ের, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশিকুর রহমান আশিক, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, শহিদুল ইসলাম, আবুল হাসেম, নূর মোহাম্মদ, আবু বকর সিদ্দিক, মনির হোসেন, শাহাদাৎ হোসেন ফরায়েজী, দেলোয়ার হোসেন মজুমদার মাছুম, কালিকাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ খোরশেদ আলম, পৌরসভার ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইয়াছিন সবুজ, শুভপুর ইউনিয়ন দক্ষিণ যুবদলের সভাপতি মোঃ রিপন মিয়া, পৌরসভার ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি কাজী রাব্বী, মুন্সিরহাট ইউনিয়ন যুবদলের সভাপতি আবদুল হালিম ভূঁইয়া, পৌরসভা ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন, জগন্নাথদীঘি ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ তৌহিদ উল্যাহ ভুইঁয়া, পৌরসভা ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম মজুমদার বাবু, বাতিসা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ কামরুল ইসলাম ভূঁইয়া, পৌরসভার ৯নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আল মামুন, বাতিসা ইউনিয়ন ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাহফুজ ভূঁইয়া। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন, মোঃ রফিকুল ইসলাম শামীম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আবদুল কাদেরসহ উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা আগামী ১০ মে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে চৌদ্দগ্রাম থেকে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে সফল করার জন্য উধাত্ত আহবান জানান।












সর্বশেষ সংবাদ
নিউজিল্যান্ডকে ধরাশায়ী করে সিরিজ বাংলাদেশের
সোহান-মাহিদুলের সেঞ্চুরির
উত্তেজনার মাঝেই ভারতে বাংলাদেশের অনুশীলন, যোগাযোগ রাখছে বাফুফে
পাক-ভারত উত্তেজনায় অনিশ্চিত বাংলাদেশের দুই গুরুত্বপূর্ণ সিরিজ
চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ইতিহাস গড়ল ইন্টার-বার্সা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় রাতের অন্ধকারে আক্রমণের শিকারএনসিপি নেতা জুয়েল
কুমিল্লার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান, দুটি সীলগালা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এর শ্বশুর বাড়িতে হামলা - ভাংচুর, লুটপাট
বন্ধের পথে কুমিল্লার দুই সরকারি হাসপাতালের আইসিইউ সেবা
কুমিল্লা ক্লাবের ড্রয়িং রুম উদ্বোধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২