চাঁদপুরের
শাহরাস্তি উপজেলার হযরত শাহরাস্তি (র:) মাজার শরীফ সংলগ্ন দিঘি থেকে
মঙ্গলবার (৬মে-২০২৫) বিকেলে এক অজ্ঞাত হিন্দু নারীর মরদেহ উদ্ধার করা হয়।
দিঘির পানিতে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা শাহরাস্তি থানা পুলিশকে খবর
দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত নারীর পরনে ছিল সবুজ ও গোলাপী রঙের
পোশাক। মরদেহের পাশে একটি জোড়া স্যান্ডেলও পানিতে ভাসছিল। খবর পেয়ে
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার সঙ্গীয় ফোর্সসহ
ঘটনাস্থলে উপস্থিত হন এবং মরদেহ উদ্ধারের প্রস্তুতি নেয়।
পরে শাহরাস্তি ফায়ার সার্ভিস লোকজন লাশ উদ্ধার করে। এবং পুলিশ আইনি প্রক্রিয়া কাজ সম্পন্ন করে।
ওসি
মোহাম্মদ আবুল বাশার বলেন, "মরদেহটি একজন মধ্যবয়সী হিন্দু নারীর বলে
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনও পরিচয় শনাক্ত হয়নি। মরদেহ উদ্ধারের পর
ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”
তিনি জানান, মৃত্যুর কারণ অনুসন্ধানে
প্রাথমিক তদন্ত চলছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি অন্য কোনো অপরাধ-তা
জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে লাশ উদ্ধারের ঘটনায় মাজার এলাকা ও
আশপাশের জনসাধারণের মধ্যে কৌতূহল ও আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় কেউ
মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি।