বৃহস্পতিবার ৮ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২
শাহরাস্তি থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ
মোঃ জামাল হোসেন
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১:১১ এএম |


চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হযরত শাহরাস্তি (র:) মাজার শরীফ সংলগ্ন দিঘি থেকে মঙ্গলবার (৬মে-২০২৫) বিকেলে এক অজ্ঞাত হিন্দু নারীর মরদেহ উদ্ধার করা হয়। দিঘির পানিতে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা শাহরাস্তি থানা পুলিশকে খবর দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত নারীর পরনে ছিল সবুজ ও গোলাপী রঙের পোশাক। মরদেহের পাশে একটি জোড়া স্যান্ডেলও পানিতে ভাসছিল। খবর পেয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন এবং মরদেহ উদ্ধারের প্রস্তুতি নেয়।
পরে শাহরাস্তি ফায়ার সার্ভিস লোকজন লাশ উদ্ধার করে। এবং পুলিশ আইনি প্রক্রিয়া কাজ সম্পন্ন করে।
ওসি মোহাম্মদ আবুল বাশার বলেন, "মরদেহটি একজন মধ্যবয়সী হিন্দু নারীর বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনও পরিচয় শনাক্ত হয়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।”
তিনি জানান, মৃত্যুর কারণ অনুসন্ধানে প্রাথমিক তদন্ত চলছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা না কি অন্য কোনো অপরাধ-তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে লাশ উদ্ধারের ঘটনায় মাজার এলাকা ও আশপাশের জনসাধারণের মধ্যে কৌতূহল ও আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয় কেউ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি।














সর্বশেষ সংবাদ
বন্ধের পথে কুমিল্লার দুই সরকারি হাসপাতালের আইসিইউ সেবা
কুমিল্লার আদালতে সাবেক মন্ত্রী তাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ান
জাতীয় কবির জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান এবার হবে দৌলতপুরে
পাওনা টাকার দ্বন্দ্বে ইজিবাইক চালককে হত্যা
এবার সাবেক রেলপথ মন্ত্রীর শ্বশুর বাড়িতে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় রাতের অন্ধকারে আক্রমণের শিকারএনসিপি নেতা জুয়েল
কুমিল্লার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান, দুটি সীলগালা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এর শ্বশুর বাড়িতে হামলা - ভাংচুর, লুটপাট
বন্ধের পথে কুমিল্লার দুই সরকারি হাসপাতালের আইসিইউ সেবা
কুমিল্লা ক্লাবের ড্রয়িং রুম উদ্বোধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২