চৌদ্দগ্রাম
প্রতিনিধি : “সরকারি গুদামে কৃষকের ধান, বাজবে কৃষক বাজবে প্রাণ, ধানের
দাম পাচ্ছে বেশি, কৃষক এখন মহা খুশি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার
চৌদ্দগ্রামে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা দরে ধান সংগ্রহ শুরু
করেছে উপজেলা খাদ্য বিভাগ। মঙ্গলবার বোরো ধান সংগ্রহ-২০২৫ খাদ্য গুদাম
এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর
প্রশাসক জামাল হোসেন।
খাদ্য গুদাম অফিস সূত্র জানা যায়, চলতি বছর
প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৮৯২'০০০মেঃটন প্রতি কেজি ধান ৩৬ টাকা ও
১৪৪০টাকা মনে প্রতি কৃষকদের কাছ থেকে সর্বোচ্চ ৩ টন ধান সংগ্রহ করবে
উপজেলা খাদ্য বিভাগ। ধান সংগ্রহ চলবে আগামী ৩১শে আগস্ট পর্যন্ত।
এ বছর
কৃষকরা অ্যাপস অথবা উপজেলা কৃষি অফিস নিবন্ধিত কৃষকদের তালিকা থেকে আগে
আসলে আগে বিক্রি করতে পারবেন এর ভিত্তিতে দান সংগ্রহ করবে।
এ সময়
উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মির হোসেন, উপজেলা
খাদ্য নিয়ন্ত্রক শফিউদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন,
প্রান্তিক কৃষক মোতালেব হোসেন, আব্দুর রব, আলমগীর, কবির হোসেন, মাহমুদ
আহমেদ, দেলোয়ার হোসেন, মকসুদের রহমান, আতাউর, বিপ্লব আহমেদ, মাসুদ রানা
প্রমুখ।