বুধবার ৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২
কুমিল্লার আদালতে সাবেক মন্ত্রী তাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ান
প্রকাশ: বুধবার, ৭ মে, ২০২৫, ১:৪০ এএম আপডেট: ০৭.০৫.২০২৫ ২:০৮ এএম |


কুমিল্লার আদালতে সাবেক মন্ত্রী তাজুল  ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়াননিজস্ব প্রতিবেদক:
চাঁদা দাবি, হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি ও সাবেক এলজিআরডিমন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে কুমিল্লার আদালতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।মঙ্গলবার (৬ মে) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলি আদালতের বিচারক ফারহানা সুলতানা এ পরোয়ানা জারি করেন। কুমিল্লা জেলা জজ আদালতের পিপি ও বাদীপক্ষের আইনজীবী কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।
পরোয়ানা জারি হওয়া অন্য আসামিরা হলেন- সাবেক মন্ত্রীর শ্যালক ও লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, বিপুলাসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, কান্দিরপাড় ইউনিয়ন চেয়ারম্যান ওমর ফারুক, কাউন্সিলর খলিলুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীর ভাতিজা আমিরুল ইসলাম, তাজুলের উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, আজকরা ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম, রুহুল আমিন, আবদুল কাদের শাহীন এবং কাওছার আহমেদ।
আদালত সূত্র জানায়, গত বছরের ২৭ আগস্ট ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞতানামা ৮০ থেকে ৯০ জনকে আসামি করে কুমিল্লার আদালতে মামলাটি করেন লাকসাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ। মামলায় তাজুল ইসলামকে হুকুমের আসামি করা হয়েছিল।বিচারক এটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।
তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করলে ঘটনার সত্যতা পাওয়ায় পাওয়ায় মঙ্গলবার দুপুরে বিচারক ফারহানা সুলতানা গ্রেফতারি পরোয়ানা জারি করেন।










 














সর্বশেষ সংবাদ
বন্ধের পথে কুমিল্লার দুই সরকারি হাসপাতালের আইসিইউ সেবা
কুমিল্লার আদালতে সাবেক মন্ত্রী তাজুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ান
জাতীয় কবির জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠান এবার হবে দৌলতপুরে
পাওনা টাকার দ্বন্দ্বে ইজিবাইক চালককে হত্যা
এবার সাবেক রেলপথ মন্ত্রীর শ্বশুর বাড়িতে হামলা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় রাতের অন্ধকারে আক্রমণের শিকারএনসিপি নেতা জুয়েল
কুমিল্লার বিভিন্ন পেট্রোল পাম্পে অভিযান, দুটি সীলগালা
সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এর শ্বশুর বাড়িতে হামলা - ভাংচুর, লুটপাট
‘কুমিল্লায় দানবীয় শাসন আর দেখতে চাই না’ কাজী দ্বীন মোহাম্মদ
প্রিমিয়ার ব্যাংক কুমিল্লা ক্যান্টনমেন্ট শাখা নতুন ঠিকানায় স্থানান্তরিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২