মঙ্গলবার ৬ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২
‘কুমিল্লায় দানবীয় শাসন আর দেখতে চাই না’ কাজী দ্বীন মোহাম্মদ
‘আগামীতে জামায়াত সরকার গঠন করবে’
শাহীন আলম
প্রকাশ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১:৪৭ এএম আপডেট: ০৬.০৫.২০২৫ ২:১২ এএম |


‘কুমিল্লায় দানবীয় শাসন আর দেখতে চাই না’ কাজী দ্বীন মোহাম্মদ কুমিল্লার মানুষ আর দানবীয় শাসন দেখতে চায় না উল্লেখ করে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, কুমিল্লার মানুষ শান্তিপ্রিয়, তাঁরা গত ১৭ বছর একটি দানবীয় শাসন দেখেছে, মানুষ আর এমন দানবীয় শাসন দেখতে চান না। এই কুমিল্লায় কোন চান্দাবাজ, ঠেকবাজ, সন্ত্রাসবাদ হতে দেব না, এসব কঠোর হাতে নির্মূল করে জনগণ যে সরকার চায় সে প্রত্যাশিত একটি সরকার গঠনের চেষ্টা করবে জামায়াত ইসলামী। 
সোমবার (৫ মে) দৈনিক কুমিল্লার কাগজের ডিজিটাল প্লাটফর্মে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। কাজী দ্বীন মোহাম্মদ আরও বলেন, আমরা বাংলাদেশে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছি। মহান আল্লাহ আমাদের বিজয় দান করবেন ইনশাআল্লাহ। 
কাজী দ্বীন মোহাম্মদ আরও বলেন, ছাত্রজনতার আন্দোলনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তার অঙ্গসহযোগী সংগঠনগুলো উৎপ্রোতভাবে কাঁধে কাঁধ রেখে কাজ করেছে। আমরা স্বৈরাচার হাসিনার হাত থেকে মানুষের মুক্তির লক্ষ্যে কাজই করেছি। আমরা আল্লাহর রহমতে মুক্তি পেয়েছি। 
কুমিল্লায় জামায়াতের রাজনৈতিক অবস্থান সর্ম্পকে জামায়াতের এ নেতা বলেন, কুমিল্লা-৬ সদর আসনে জামায়াতের শক্তিশালী ও মজবুত অবস্থানে রয়েছে। সদর আসনের ২৭টি ওয়ার্ড ও ৬টি ইউনিয়নে আমাদের সংগঠনের বিস্তৃতি বেড়েছে। প্রতিটি স্থানে আমরা শক্তিশালী অবস্থান তৈরী করেছি। তিনি আরও বলেন,  আমরা সদর আসনের সর্বস্তরের জনগণের কাছে একটি বার্তাই পৌছাতেই চাই- আগামীতে দেশের মানুষের সহযোগিতায় বাংলাদেশ জামায়াত ইসলামী সরকার গঠন করবে এবং দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন আর জোরদার হবে। ইতোমধ্যে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে কুমিল্লা ৬ (সদর আসন) প্রার্থী হিসেবে আমাকে চূড়ান্ত করা হয়েছে। এছাড়াও কুমিল্লার আরও চারটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমরা সে আলোকেই কাজ করছি। কবে নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হবে এবং জামায়াতের নির্বাচনী প্রস্তুতি কেমন এ সম্পর্কে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,  বর্তমান সরকারের কাছে জামায়াত ইসলাম আশা করছে, সংস্কার ও বিচার কার্যক্রম যত দ্রুত সম্ভব তা শেষ করে একটি নির্বাচনের ব্যবস্থা করা। আমাদের জামায়াতের আমীর বলেছেন আগামী রমযানের আগেই নির্বাচন হলে ভালো হয়। বিলম্ব না করে যত দ্রুত নির্বাচন দিলে ভালো হবে। আমরা আমাদের নির্বাচনী ব্যবস্থা নিয়ে যথেষ্ট প্রস্তুতি নিয়েছি, আমরা প্রস্তুত। কুমিল্লায় জামায়াত কাকে প্রতিদ্বন্দ্বী বলেন মনে করছে এমন একটি প্রশ্নের জবাবে কুমিল্লা মহানগর জামায়াতের এ আমীর বলেছেন, আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। এটা জনগণ বাছাই করবেন কে পক্ষ ও  কে প্রতিপক্ষ । আমরা আশা করছি বাংলাদেশ জামায়াত ইসলাম আগামীতে সরকার গঠন করবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করবে। বিশেষ করে কুমিল্লার ৬ আসনের জনগণ চায় আগামীতে জামায়াত ইসলাম সরকার গঠন করুক। 
কুমিল্লার চাঁদাবাজী সম্পর্কে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,বর্তমানে কুমিল্লায় নির্মাণকাজে বাধা, চাঁদাবাজি থাকতে পারে। আমরা যদি নির্বাচিত হই এ জাতীয় কোন অনিয়ম, চাদাবাজি সন্ত্রাসবাদ কোন কিছুই আমরা করতে দেব না। জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য আমাদের যা যা করার দরকার আমরা তাই করব। সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবই। আমরা আগেও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছি। 
তিনি বলেন, আগামী নির্বাচনে চ্যালেঞ্জ থাকতে পারে আসতে পারে। মহান আল্লাহর সাহায্য নিয়ে ও জনগণের সহযোগিতা নিয়ে যত চ্যালেঞ্জই হোক আমরা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করতেই প্রস্তুত রয়েছি। জামায়াতের আমীর এই কুমিল্লায় এসেছিলেন, তিনি এই কুমিল্লার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কথা বলেছেন, কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নের দাবি করেছেন। ওনার বক্তব্য কুমিল্লার সর্বস্তরের মানুষ মনে আশার আলো জাগাতে সক্ষম হয়েছি। তার এমন বক্তব্যে আমাদের কর্মীরা  উজ্জীবিত ও উদ্যোমী হয়েছে। ছাত্র জনতার আন্দোলনের পর মানুষ আশা করেছিল একটি সুন্দর বাংলাদেশ চলবে কারও কোন রকম সমস্যা হবে না। আমরা এ আশাই করেছিলাম। কিন্তু বর্তমান প্রেক্ষপট খুব একটা খারাপ হয়ে গেছে তেমনটা না। ভালো মন্দ নিয়ে আমাদের দেশ। দোয়া করুন, আগামীতে যদি একটি নির্বাচিত সরকার আসে তাহলে জনগনের আরও প্রত্যাশা পূরণ হবে।  


















সর্বশেষ সংবাদ
‘কুমিল্লায় দানবীয় শাসন আর দেখতে চাই না’ কাজী দ্বীন মোহাম্মদ
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া
কুমিল্লায় রাতের অন্ধকারে আক্রমণের শিকারএনসিপি নেতা জুয়েল
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
কুমিল্লা আদালতে দুই দফা দাবিতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা
যুবলীগ সভাপতিকে কারাগারে প্রেরণ
চৌদ্দগ্রামে আ’লীগ নেতার ছেলেসহ আটক ৩
আবরার হজ্ব এয়ার এভিয়েশনের দোয়া অনুষ্ঠান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২