স্টাফ
রিপোর্টার।। রাতের অন্ধকারে আক্রমণের শিক্ষার মহানগর এনসিপি নেতা শাহপরান
ভূইয়া জুয়েল। ৫ মে রাত ১২টা ৪৫ মিনিটে কাস্টসম এক্সাইজ এন্ড ভ্যাট
কমিশনারের কার্যালয়ের পাকা রাস্তার সামনে হামলা চালিয়ে তাকে জখম করে।
অজ্ঞাতনামা ১০/১২জন এ হামলা চালান বলে তিনি কুমিল্লা কোতয়ালি থানায় একটি
অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, রাত ১২টা ৪৫ মিনিটে চানপুর এলাকা হতে
মোটরসাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে কাস্টসম এক্সাইজ এন্ড ভ্যাট
কমিশনারের কার্যালয়ের পাকা রাস্তার সামনে ১০/১২জন অতর্কিত হামলা চালায়।
এসময় ১জন হকিস্টিক দিয়ে আঘাত করলে তার বাম হাতের কব্জিতে গুরুতর জখম হয়।
অপরাপর আসামিদের এলোপাথারি আঘাতে শরীরের বিভিন্নস্থানে নীলা-ফুলা জখম করে
ফেলে রেখে চলে যায়। এসময় পথচারীদের সহযোগিতায় তিনি কুমিল্লা ট্রমা
হাসপাতালে চিকিৎসা নেন।