শনিবার ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২
চান্দিনায় অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ছাত্র প্রতিনিধি দল
প্রকাশ: রোববার, ১৩ এপ্রিল, ২০২৫, ২:০৪ এএম আপডেট: ১৩.০৪.২০২৫ ২:১৩ এএম |


  চান্দিনায় অবৈধ ড্রেজার গুঁড়িয়ে দিলেন ছাত্র প্রতিনিধি দলরণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনায় অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি ড্রেজার ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে চান্দিনা উপজেলা ও ইউনিয়ন ছাত্র প্রতিনিধি দল।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে জুলাই গণঅভ্যুত্থান সেল ছাত্র প্রতিনিধি ও চান্দিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক আবুল কাশেম অভির নেতৃতে উপজেলার ২নংবাতাঘাসী ইউনিয়নের কৃষি মাঠে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের সময় অভিযান পরিচালনা করে বালু-মাটি উত্তোলনে ব্যবহৃত পাইপ লাইন ও ড্রেজার মেশিন যন্ত্রাংশ গুঁড়িয়ে দেয় ছাত্র প্রতিনিধিরা।
এসময় উপস্থিত ছিলেন চান্দিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহ্বায়ক গাজি আলাউদ্দিন, যুগ্ন সদস্য সচিব ইউনুস, যুগ্ন আহ্বায়ক সাখাওত হোসেন সহ অনেকেই।
জানা যায়- বেশ কিছুদিন ধরে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষি মাঠে অবৈধ ড্রেজার বসিয়ে বালু-মাটি উত্তোলন করে বিক্রি করছিল বাতাঘাসী গ্রামের দক্ষিণপাড়ার মৃত- আবুতাহের এর ছেলে খোকন সহ অন্যরা।
স্থানীয়রা জানান- জুলাইয়ে গণঅভ্যুত্থানের পর বর্তমান সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নাম ভাঙ্গীয়ে দীর্ঘ দিন ধরে ক্ষমতার প্রভাব খাটিয়ে ড্রেজার চালিয়ে বালু-মাটি উত্তোলন করে আসছে খোকন। ফলে ওই এলাকার ফসলি জমি গুলো বিলীন হয়ে যাচ্ছে। ভুক্তভোগী কৃষকরা স্থানীয় নেতাদের ভয়ে মুখ খুলতে পারে না।
এবিষয়ে জুলাই গণঅভ্যুত্থান সেল ছাত্র প্রতিনিধি ও চান্দিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক আবুল কাশেম অভি জানান- প্রভাব খাটিয়ে বালু উত্তোলেনের বিষয়ে জানতে পেরে ছাত্র প্রতিনিধির সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ড্রেজার ও পাইপ ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়। তিনি আরও জানান- চান্দিনায় অন্যায়, অনিয়ম এবং অবৈধভাবে কিছুই হতে দেওয়া হবে না। যারা অন্যায়ের সাথে জড়িত আছে তাদেরকে প্রথমত হুশিয়ারি করা হচ্ছে । যদি আজকের এই অভিযানে কেউ শিক্ষা না নেয়, তাহলে ভবিষ্যতে যে বা যারাই অন্যায় করবে ও অন্যায়ের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে প্রশাসনের সহায়তায় আমরা কঠোর হতে বাধ্য হব। চান্দিনার যেখানেই অন্যায় দেখব, সেখানেই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দূর্গ থাকবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কোম্পানীগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
গোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ আরো বাড়ল
আটক ১৬৪
ঢাকায় জামায়াতের সমাবেশে যোগ দিতে কুমিল্লা থেকে যাবেন লক্ষাধিক নেতাকর্মী
কুমিল্লায় বিএনপির মৌন মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
যাত্রীর ফেলে যাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন ইজিবাইক চালক
তিতাসে যুবকের মরদেহ উদ্ধার- বরিশাল থেকে কুমিল্লায় এনে গলা কেটে হত্যা
বিএনপি কারো উস্কানিতে জড়াবেনা -আবুল কালাম
গোপালগঞ্জে কারফিউর সময় বাড়ল
ইনকিলাব মঞ্চ কুমিল্লার লিফলেট বিতরণ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২