শনিবার ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২
মেঘনার বাজার গুলোতে মুরগী ড্রেসিংয়ে অতিরিক্ত চার্জ, ভোক্তাদের অভিযোগ
প্রকাশ: বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ১:৩৩ এএম আপডেট: ১৯.০৩.২০২৫ ২:১৬ এএম |


  মেঘনার বাজার গুলোতে মুরগী ড্রেসিংয়ে অতিরিক্ত চার্জ, ভোক্তাদের অভিযোগকবির হোসেন, তিতাসঃ
কুমিল্লার মেঘনা উপজেলার বিভিন্ন বাজারে মুরগি কিনলে ড্রেসিং (পরিষ্কার-পরিচ্ছন্ন) করাতে অতিরিক্ত চার্জ দিতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা এটিকে ময়লা ফেলার খরচ হিসেবে দেখালেও, স্থানীয় ভোক্তারা এই বাড়তি চার্জকে অন্যায্য বলে মনে করছেন।
স্থানীয় ক্রেতা মো. সৈকত বলেন, "আমি মানিকারচর বাজারের একটি দোকান থেকে মুরগি কিনতে গিয়েছিলাম, কিন্তু দোকানদার ড্রেসিং বাবদ আমার কাছ থেকে ২০ টাকা অতিরিক্ত নিয়েছেন। আমার প্রশ্ন হলো, যদি প্রতি মুরগির জন্য ১০-২০ টাকা করে নেওয়া হয়, তাহলে প্রতিদিন ১০০ মুরগি বিক্রির মাধ্যমে একেকজন ব্যবসায়ী অতিরিক্ত ২,০০০ টাকা আয় করছেন। মাস শেষে এ হিসাব দাঁড়ায় ৪০-৫০ হাজার টাকায়। মুরগির ব্যবসায় স্বাভাবিকভাবেই লাভ থাকে, কিন্তু ক্রেতাদের ওপর এই বাড়তি চার্জ কেন চাপানো হবে?"
তিনি আরও বলেন, "বাজারে নির্দিষ্ট ময়লা ফেলার ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীদেরই অতিরিক্ত খরচ বহন করতে হয় বলে আমাকে জানিয়েছেন। তবে এই দায় পুরোপুরি ক্রেতাদের ওপর চাপানো কতটা যৌক্তিক, সেটিই এখন  সাংবাদিক ও প্রশাসনের কাছে আমার প্রশ্ন।এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হ্যাপী দাস বলেন, "বাজারের নিয়ম-কানুন সবার জন্য স্বচ্ছ ও গ্রাহকবান্ধব হওয়া উচিত। ক্রেতারা যাতে ন্যায্য দামে পণ্য কিনতে পারেন, সেটি নিশ্চিত করতে আমরা কাজ করছি। বাজার ব্যবস্থাপনা আরও উন্নত করতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।"
স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে এ ধরনের অতিরিক্ত চার্জ বন্ধ হবে এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে।













সর্বশেষ সংবাদ
কুমিল্লা শহরজুড়ে অস্ত্র হাতে কিশোর গ্যাং গ্রুপের মহড়া
সরকার এনসিপি’কে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মূল্যায়ন করছে
সন্তানের ব্যাগ কাঁধে বাবাদের অপেক্ষা
জব্বারের বলী খেলায় এবারও ‘বাঘা শরীফের’ বাজিমাত
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জব্বারের বলীখেলায় ফের চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা শরীফ’
গ্রেপ্তারের ২ মাস পর বরখাস্ত হলেন কুমিল্লার সাবেক এএসপি তানভীর
স্বামীই বালিশ চাপায় হত্যা করে স্ত্রীকে!
মশার উপদ্রবে অতিষ্ঠ মানুষ
লালমাইয়ে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ইমাম গ্রেফতার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২