সোমবার ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২
কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ চার ছিনতাইকারী গ্রেপ্তার
প্রকাশ: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৮ এএম আপডেট: ২৫.০২.২০২৫ ৮:৪৬ এএম |


  কুমিল্লায় দেশীয় অস্ত্রসহ চার  ছিনতাইকারী গ্রেপ্তার বশিরুল ইসলাম: 
কুমিল্লায় র‌্যাবের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার হয়েছে। রবিবার দিবাগত মধ্যরাতে ধর্মপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরদিন সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার কোম্পানী কমান্ডার লেঃ মাহমুদুল হাসান। 
গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকার মৃত শিপন মিয়ার পুত্র আশিক (৩২), কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চিদরপুর এলাকার মনির হোসেনের পুত্র জামিল হোসেন (১৯), কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার মো. জাকির হোসেনের পুত্র জিসান (১৯) এবং জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ এলাকার বিল্লালের পুত্র আসিফুর রহমান প্রকাশ আসিফ (২২)। 
এ সময় তাদের কাছ থেকে ১টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি এন্টিকাটার, ২টি বাটালি, ১টি টর্চ লাইট ও ৫গ্রাম মাদক (গাঁজা) উদ্ধার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাব জানায়, নগরীতে চুরি-ছিনতাই রোধে নিয়মিত টহলের অংশ হিসেবে রবিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা মহানগরীর ধর্মপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায় র‌্যাব।  এসময় দেশীয় অস্ত্রসহ চার জনকে গ্রেপ্তার করা হয়। 
র‌্যাব কুমিল্লার কোম্পানী অধিনায়ক লে: কমান্ডার মাহমুদুল হাসান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা সকলেই ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। তারা কুমিল্লা রেলস্টেশনের আশে পাশে অবস্থান করে এবং ট্রেন থেকে যাত্রীরা নামার পরে সুযোগ বুঝে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ মূল্যবান জিনিস হাতিয়ে নেয়। জিনিসপত্র দিতে না চাইলে দেশীয় অস্ত্র ব্যবহার করে এলাকার সাধারণ মানুষকে ভয় ভীতির মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কুমিল্লা কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।













সর্বশেষ সংবাদ
কুমিল্লায় বোরো ধান কাটার উৎসব কৃষকের মুখে হাসি
চাপ প্রয়োগ করে মুক্তিযোদ্ধা সংসদের জমি দখলে নেন সাবেক এমপি বাহার
চৌদ্দগ্রামে শ্রমিক সঙ্কটে ঘরে তুলতে পারছে না বোরো ধান
জনগণের ভোটে সুশাসনের সরকার চায় বিএনপি - হাজী ইয়াসিন
চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে পাট গবেষণা কেন্দ্রের নিরাপত্তা কর্মীর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
চাপ প্রয়োগ করে মুক্তিযোদ্ধা সংসদের জমি দখলে নেন সাবেক এমপি বাহার
কুমিল্লায় কৃষি কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।
পুলিশ হত্যা মামলা: শিশু আসামির বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা
ক্ষতিপূরণ চেয়ে ‘কুমিল্লা বাঁচাও’ কমিটির বিক্ষোভ সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২