বুধবার ২৬ নভেম্বর ২০২৫
১২ অগ্রহায়ণ ১৪৩২
কুমিল্লায় খেলাফত মজলিসের গণ সমাবেশ
একশো বছরেও মানুষ আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে: মামুনুল হক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ১:০৯ এএম আপডেট: ২০.০২.২০২৫ ১:৩৩ এএম |



একশো বছরেও মানুষ  আওয়ামী লীগের নাম নিতে লজ্জা পাবে: মামুনুল হকনিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসিচব মাওলানা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ ও বিভাজনের রাজনীতি। তিনি তার বাবার হত্যার প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের কাছ থেকে। প্রতিশোধ নিয়েছেন বাংলাদেশের মানুষের কাছ থেকে। সর্বশেষ প্রতিশোধ নিয়েছেন তার দল আওয়ামীলীগের কাছ থেকে। বিবেকবান মানুষ চিন্তা করলে দেখবেন জুলাই-আগষ্ট বিপ্লবের পর শেখ হাসিনা আওয়ামীলীগকে এমন একটি জায়গায় নিয়ে দাঁড় করিয়েছেন- আগামী একশো বছরেও মানুষ আওয়ামীলীগের নাম নিতে লজ্জা পাবে।  
বুধবার (১৯ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা টাউন হল মাঠে খেলাফত মজলিস কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
মামুনুল হক বলেন, মসনদ টিকবেন না জেনেই শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিরাপদে সরিয়ে নিয়েছেন। দলের নেতা র্কর্মীদের কথা চিন্তা করে নাই- তিনি চিন্তা করেছে শুধু তার পরিবারের কথা। নিজের ছেলে মেয়ে ও পরিবারের লোকজনদের আগেই বিদেশে পাঠিয়ে দিয়েছেন।     
তিনি বলেন, শেখ হাসিনা যুবলীগকে ‘হাতুরি লীগ’ বানিয়েছেন, ছাত্রলীগকে‘হেলমেট লীগ’ বানিয়েছেন। তিনি তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে আমার দেশের দামাল ছেলেদের বুকে গুলি করার নির্দেশ দিয়েছেন। তার দলকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছেন। গুম খুনের জন্য তার দলের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন। এই কথা শুধু আমাদের নয়, আন্তর্জাতিকভাবে জাতিসংঘের রিপোর্টেও উল্লেখ করা হয়েছে। জুলাই আন্দোলনের খুনের দায়ে শেখ হাসিনা প্রত্যক্ষভাবে জড়িত। তাকে এ দায় নিতে হবে। 
খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলার সভাপতি মাওলানা মুহাম্মদ ওয়ালি উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আফজালুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমাদ, কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর সেক্রেটারী কামরুজ্জামান সোহেল। 
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ফেনী জেলা সভাপতি মাওলানা জসিম উদ্দিন, চাঁদপুর জেলা সভাপতি মাওলানা লেয়াকত হোসাইন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মামুনুর রশিদ, কুমিল্লা পশ্চিম জেলার সভাপতি মাওলানা, আবু ইউসুফ মুন্সী, কুমিল্লা মহানগর সভাপতি হাফেজ মাওলানা সোলাইমান। গণ সমাবেশ সঞ্চালনা করেন মাও. ইমাম হোসাইন৷
 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ব্যবসায়ী হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন
কুমিল্লায় রেললাইনে তরুণের লাশ মুখে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন
আদালত প্রাঙ্গণ থেকে বিআরডিবি কর্মচারীর মোটরসাইকেল চুরি
কুমিল্লায় দলে ফিরলেন বিএনপি নেতা বিল্লাল ও কাকলি
চান্দিনায় মাদক ও ড্রেজার ব্যবসায় জড়িতের অভিযোগে দুই নেতাকে বহিষ্কার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাড়ি থেকে ধরে এনে যুবককে গণপিটুনিতে হত্যা
কুমিল্লায় হাজী ইয়াছিনের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
কুমিল্লা -৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থীর গণ মিছিল
কুমিল্লায় মনিরচৌধুরীর সমর্থনে লিফলেট বিতরণ, গণসংযোগ
সাংবাদিকরা রাজনৈতিক দলের পকেটে ঢুকে পড়লে তো সমস্যা : মির্জা ফখরুল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২