বৃহস্পতিবার ৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২
লাকসামে বিএনপির পোস্টার ছিঁড়াকে কেন্দ্র করে দু'পক্ষের মারধর, আহত২
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪১ এএম আপডেট: ১৯.০২.২০২৫ ১:৪৯ এএম |





লাকসামে বিএনপির পোস্টার ছিঁড়াকে  কেন্দ্র করে দু'পক্ষের মারধর, আহত২লাকসাম প্রতিনিধি: কুমিল্লার লাকসামে বিএনপির পোস্টার ছিঁড়াকে কেন্দ্র করে একই দলের দু'পক্ষের অনুসারীদের মধ্যে বাকবিতন্ডা ও মারধরের ঘটনায় দু'জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাকই (দক্ষিণ) ইউনিয়নের পরানপুর তুলাতলি মার্কেট এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ডাকসু সদস্য ডক্টর রশিদ আহমেদ হোসাইনীর ছবি সম্বলিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের পোস্টার সাঁটিয়ে ছিলো ডক্টর রশিদ আহমেদ হোসাইনীর অনুসারী কয়েকজন কর্মী। এতে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামের (চৈতী কালাম) অনুসারী স্থানীয় যুবদল কর্মী রিপন ও জাহাঙ্গীর বাধা দেয় এবং সাঁটানো পোস্টার ছিঁড়ে ফেলে। এ নিয়ে স্থানীয় দোকানী খোকন মিয়া (৫৫) এবং আক্কাস মিয়ার (৪৫) সঙ্গে চরম বাকবিতন্ভা হয়। 
একপর্যায়ে তারা খোকন ও আক্কাসকে মারধর করে।
স্থানীয় ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি তুলাতলি এলাকার জোবায়ের হোসেনের (রশিদ হোসাইনীর অনুসারী) অভিযোগ, আগেরদিন সোমবার সন্ধ্যায় তারা ওই এলাকার বিভিন্ন স্থানে ড. রশিদ আহমেদ হোসাইনীর পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে দেয়ালে পোস্টার সাঁটায়।
ওই সময় একই এলাকার চৈতি কালাম গ্রুপের যুবদল কর্মী রিপন ও জাহাঙ্গীর পোস্টার সাঁটাতে বাধা দেয়। পরে স্থানীয় বিএনপি নেতা অধ্যাপক আবুল হোসেন বিষয়টি সমাধা করে দেন। 
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে চৈতি কালাম গ্রুপের যুবদল কর্মী রিপন ও জাহাঙ্গীর তুলাতলি মার্কেট এলাকায় সাঁটানো ওইসব পোস্টার ছিঁড়ে রাস্তায় ফেলে দেয়। এ সময় পোস্টার ছিঁড়তে বাধা দিলে তারা স্থানীয় দোকানদার খোকন মিয়া ও আক্কাস মিয়াকে পিটিয়ে আহত করে।
এ ব্যাপারে ডঃ রশিদ আহমেদ হোসাইনী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আহ্বান জানিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এলাকায় আমার কয়েকজন কর্মী পোস্টার লাগিয়েছে। চৈতী কালামে অনুসারী কয়েকজন যুবক ওই পোস্টার গুলো ছিঁড়ে ফেলে।বাঁধা দেয়। পোস্টার ছিঁড়তে বাঁধা দেয়ায় তারা দু'জনকে পিটিয়ে আহত করা হয়েছে। আমি প্রশাসন এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দের কাছে এর বিচার চাই।
এ বিষয়ে বক্তব্য নেয়ার জন্য লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক মো. আবুল কালামের (চৈতী কালাম) মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
এই ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।














সর্বশেষ সংবাদ
ফজর আলীর ভাই শাহপরানের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়াতলীতে ফেলা হচ্ছে বিষাক্ত স্লাজ বর্জ্য
কুমিল্লায় ভেজাল ঘি ও নকল বৈদ্যুতিক তারের বিরুদ্ধে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় ৩জন নিহত, আহত ২
১৫নং ওয়ার্ডে এবি পার্টির চাউল বিতরণ কর্মসূচি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার বুড়িচংয়ে দোকানে মিললো টিসিবির ১৪৪২ লিটার তেল
বাড়ি ছাড়লেন সেই নারী
ফজর আলীর ভাই শাহপরানের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ
চৌদ্দগ্রাম থানায় ১২২ জনের বিরুদ্ধে মামলা
এখনো হয়নি ডাক্তারি পরীক্ষা গ্রেপ্তার ফজর হাসপাতালে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২