
ডেভিল হ্যান্ট অভিযানে কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করেছে দেবিদ্বার থানা পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ।
এর আগে সোমবার দিবাগত রাত দেড়টায় তার নিজ এলাকা দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম রুবেল (২৮) ওই গ্রামের সফিকুল ইসলামের ছেলে এবং দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য মো.আবুল কালাম আজাদের একান্ত ঘনিষ্ট সহচর বলে পরিচিত।
পুলিশ জানায়, সাইফুল ইসলাম রুবেল গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেবিদ্বার পৌর এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক রুবেল ও পৌরসভার ভিংলাবাড়ি এলাকার সাব্বির হোসেন হত্যাসহ এজহার নামীয় একাধিক মামলার আসামী। এছাড়াও তার বিরুদ্ধে একই দিনে আবু বকর নামে এক শিক্ষার্থীকে পিঠিয়ে হত্যাচেষ্টা মামলাও রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সাইফুল ইসলাম রুবেল প্রথমে দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের একান্ত সহকারী (পিএস) ছিলেন। পরে আবুল কালাম আজাদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর রুবেলকে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে বসান।
জানা গেছে, গত ৫ আগষ্ট শেখ হাসিনার পতনের পর থেকে সাইফুল ইসলাম রুবেল পলাতক ছিলেন। এরপর তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক ও ড. মোহাম্মদ ইউনুসসহ অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, সাইফুল ইসলাম রুবেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক। তাকে নিরাপত্তা জনিত কারণে ডিবি হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে দুটি হত্যাসহ তিনটি মামলা রয়েছে। আজ মঙ্গলবার সকালে তাকে কুমিল্লা আদালতে সোপর্দের মাধ্যমে ১০ দিনের রিমাণ্ডের আবেদন করা হবে।