মঙ্গলবার ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে বিতর্ক প্রতিযোগিতা
প্রকাশ: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩৮ এএম |


কুমিল্লায় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে নগরীর কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ মিলনায়েতনে ধ্বনি আবৃত্তি স্কুল ও কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ বিতর্ক দলের সহযোগিতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে “মাদক নিয়ন্ত্রণে আইনের যথাযথ প্রয়োগই মূখ্য”এই বিষয়ের উপর রেসিডেন্সিয়াল কলেজে একাদ্বশ ও দ্বাদশ শ্রেণীর বিতার্কিক দল পক্ষে ও বিপক্ষে বিতর্কে অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মো: আব্দুল হান্নান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটররের দায়িত্ব পালন করেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের আইসিটি বিভাগের প্রভাষক শরিফ আহমেদ।
এসময় বিচারকের দায়িত্ব পালন করেন আবৃত্তি জোট এর সভাপতি বিশিষ্ট বাচিক শিল্পী বদরুল হুদা জেনু, ধ্বনি আবৃত্তি স্কুল কুমিল্লার অধ্যক্ষ মাহতাব সোহেল এবং ধ্বনি আবৃত্তি চর্চাকেন্দ্র কুমিল্লার সাধারন সম্পাদক রুমানা রুমি।
উপস্থিত ছিলেন, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুলসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠিত আলোচনায় মাদকের ক্ষতিকর প্রভাব ও এ থেকে উত্তোরনের বিষয়ে আলোচনা করেন অতিথিবৃন্দ।
এ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে মাদক নির্মূলে শপথ গ্রহন করেন। সবশেষে শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক লেখা সম্বলিত জ্যামিতি বক্স, স্কেল, খাতা ও কলম বিতরণ করা হয়।














সর্বশেষ সংবাদ
কুমিল্লায় বাড়ছে নারী ও শিশু নির্যাতন মামলা
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি
আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত
বরুড়ায় এক দিনে ১৫ ইউনিয়নে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কুমিল্লা সিটির বর্ধিত সেবামূল্য স্থগিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
৩৭ ডিগ্রি তাপমাত্রায় হাঁসফাঁস কুমিল্লা
হোটেল কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দেয় বাবুর্চি
২৪দিনেও গ্রেপ্তার হয়নি কেউ!
বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে উন্নয়নের রোল মডেল
অধ্যক্ষ আল্লামা আব্দুল মতিন এর স্মরণসভা অনুষ্ঠিত
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২